আজ : ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

কানের গড়ন দেখেই জানা যাবে কার চরিত্র কেমন!

বৈদিক জ্যোতিষ সামুদ্রিক শাস্ত্রের উপরে বিশেষভাবে নির্ভরশীল। সমুদ্রশাস্ত্র মানব শরীরের বিভিন্ন অঙ্গের আপতিক চেহারা বিশ্লেষণ করে মানব চরিত্রে উপনীত হতে চায়। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এই বিশ্লেষণ সম্ভব বলে মনে করে সমুদ্রশাস্ত্র।

প্রতিটি মানুষের কানের গড়নে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের কারণে তিনি অন্যের চাইতে আলাদা। সে কথাকে মনে রেখেই সমুদ্রশাস্ত্র নির্ণয় করে মানুষের চরিত্র। এই লক্ষণগুলি জানা থাকলে আপনিও পারবেন অন্যের চরিত্র নির্ণয় করতে।

• যাদের কানের লতির পুরোটাই চোয়ালের সঙ্গে জোড়া থাকে, তাঁরা দৃঢ় ব্যক্তিত্বের মানুষ। তারা আত্মসচেতন এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণাসম্পন্ন।

• যাদের কানের লতির সঙ্গে চোয়ালের ফাঁক সামান্য, তারা বেশ উৎফুল্ল চরিত্রের মানুষ হন। সুখ তাদের অনুসরণ করে। তবে এরা বিচারবুদ্ধি হারান না কখনই।

• যাদের কানের লতি চোয়াল থেকে একেবারেই আলাদা, তারা একেবারেই মুক্ত স্বভাবের মানুষ। তারা উদারভাবাপন্ন। ভালবাসার ব্যাপারে তারা দারুণ প্যাশনেট।

• যাদের কানের উপরিভাগ গোলাকার, তারা বন্ধু হিসেবে নির্ভরযোগ্য। তারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন।

• যাদের কানের গড়ন চৌকো, তারা মনোযোগী মানুষ। কিন্তু তাদের আত্মপ্রেম ভয়ানক। রসবোধও কিঞ্চিৎ কম।

• যাদের কানের উপরিভাগ সূচালো, তারা চিন্তাশীল ও উদারভাবাপন্ন হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.