আজ : ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

হিজলায় আইনসৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

কাজী সুফিয়ান, হিজলা ( বরিশাল ) প্রতিনিধি : হিজলা উপজেলা প্রশাসনের আয়জনে মঙ্গলবার ( ২০ সেপ্টেম্বর ) উপজেলা মিলনায়তনে আইনসৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন ও নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্না কর্মকর্তা (ইউএইচও) কাওসার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ, ওসি তদন্ত আঃ রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, শিক্ষা অফিসার আঃ গাফ্ফার, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, গুয়াবাড়িয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, হিজলাগৌরব্দী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, ধুলখোলা ইউপি চেয়ারম্যান মাওঃ জসিম উদ্দিন, নৌ পুলিশ, কোষ্টগার্ড সহ বিভিন্ন স্তরের কর্তা ও সাংবাদিক বৃন্দ।
সভায় উপজেলায় চুরি, চরাঞ্চলে গরুচুরি, মাদক এবং কিশোর অপরাধ নিয়ে আলোচনা হয়।উপজেলার সার্বিবিক চিত্র ভালো থাকলেও একশ্রেনীর অসাধু ব্যাক্তিদের কারণে পরিস্থিতি ভালো না জানিয়েছেন আলোচকগন। উপজেলার বিভিন্ন স্পট থেকে ইটভাটায় মাটিকাটা, নদী থেকে বালু উত্তোলন করছে একশ্রেনীর বালি খেকোর দল। এতে করে হিজলার বিভিন্ন এলাকা বিক্ষিপ্ত ভাবে ভাঙছে। আইন থাকলেও প্রশাসন বিষয়টির প্রতি সঠিক তদারকি করছেন না বলে দাবি তুলছেন সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানগন জবাবে উপজেলা নির্বাহী অফিসার জানান, প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে ঝটিকা অভিযান পরিচালনার আশ্বাস দেন তিনি। সাথে সাথে নৌ পুলিশ কোষ্টগার্ড থানা পুলিশকে বিষয়টির প্রতি তৃক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.