আজ : ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বরিশালে ছিনতাই,র কবলে সাংবাদিক জামাল

বরিশাল অফিস  : বরিশাল শহরের চকবাজার আবাসিক হোটেল গালিবের সামনে সাংবাদিক জামাল হোসাইন ছিনতাই ও অফহরনের চেষ্টা শিকার হয়েছে। রবিবার (১০ জুলাই ) রাত সাড়ে দশটায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় সাংবাদিক জামাল অপহরণের হাত থেকে রেহাই পায়। ঘটনার স্বীকার ভুক্তভোগী জানায়, দক্ষিণ চকবাজার হোটেল গালিবের সামন থেকে হেঁটে যাওয়ার সময় আবাসিক হোটেল গালিবের কর্মচারী ও টপ টেন মাদক ইয়াবা ব্যবসায়ী ফারুকের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সন্ত্রাসীরা  মাদকের টাকা যোগানোর জন্য এই ছিনতাই ও অপহরণের চেষ্টা করে। সাংবাদিক জামাল জাতীয় দৈনিক আজকের সংবাদ পএিকার বরিশাল ব‍্যুরোচীফ। সূত্র জানায়,নীতিহীন ব্যবসায়ী ও বরিশালের টপ টেন মাদক ইয়াবা ব্যবসায়ী ফারুকের নেতৃত্বে প্রতিদিন ওই হোটেলটিতে মাদক ও পতিতার হাট বসে। ফারুক ফেলাট বাসা ভাড়া করে পতিতা ও ইয়াবা রাখে সুযোগ বুজে পুলিশের চোখ ফাকি দিয়ে হোটেল গালিবে এনে জম জমাট ভাবে ব‍্যাবসা করে আসছে। কিশোর গ্যাং মাদক সেবীদের হোতা ফারুক নেতৃত্ব দিয়ে সাংবাদিকের পকেটের থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় ও অপহরণের চেষ্টা করে। এসময় সে দৌড়িয়ে একটু সামনে এগিয়ে উলফ ৎ শপিংপ্লাজার সামনে  স্থানীয় ছেলেরা সাউনবক্স চালিয়ে ঈদ আনন্দ উপভোগ করে তাদের ডাক দিলে তারা এসে উদ্ধার করে এবং প্রানে বাচে । পরে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থান পরিদর্শন করে পুলিশ । এ সময় কিশোর গ্যাং সদস্যরা মাদক সেবন রত অবস্থায় ছিল। তখন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদ রাজিবের অনুসারী দাবি করে ওই কিশোর গ্যাং সদস্যরা। খোঁজখবর নিয়ে জানা গেছে, হোলসেল ডিলার ইয়াবা ব্যবসায়ী ফারুকের গ্রামের বাড়ি বরিশাল সদর উপজেলার শিবপাশা এলাকার মোসলেম খলিফার ছেলে। সে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা ও পাশাপাশি মানব পাচার করে আসছে। এর আগে কয়েকবার পুলিশের হাতে ধরা খেয়ে জেল ও খেটেছেন। এদিকে কিশোর গ্যাং সন্ত্রাসীরা তাদের প্রত্যেকের ই চুলে ফ্রান্স কাটিং দেওয়া  আছে তারা নিজেদের ছাএলীগ কর্মী বলে দাবি করেন। এই কিশোর গ্যাং সন্ত্রাসীরা সন্ধ্যার পর চকবাজার এলাকায় দিব্যি ছিনতাই ও চাঁদাবাজী করে আসছে। তাদের সাথে সবসময় ধারালো চুরি থাকে। কেউ প্রতিবাদ করলে ছুড়ি দিয়ে কুপিয়ে মেরে ফেলার হুমকি দেয়। সংশ্লীলষ্টারা বলছে, এদের অপরাধ নির্মূল করতে না পারলে যে কোন সময় যেকোন মানুষের প্রাণ নিতে পারে। তাই এখনই তাদের অপরাধ দমন করতে প্রশাসনের তৎপর ভূমিকা পালন করা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.