আজ : ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

জয়:২০২১ সাল থেকে প্রতি বছর দেশে দুই লাখ কর্মসংস্থান হবে

প্রধানমন্ত্রীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় দৃঢ় আশা প্রকাশ করে বলেছেন, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) সেক্টরে ২০২১ সাল থেকে প্রতি বছর দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে।

জয় বলেন, আজকের বিপিও শিল্প ২০২১ সালের মধ্যে প্রতি বছর সবোর্চ্চ সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি করবে। এই সুযোগ লুফে নিতে সরকারি ও বেসরকারি উভয় সেক্টর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে পারে।

তিনি বলেন, আমরা প্রতি বছর বাংলাদেশে দুই লাখ বিপিও চাকরির সুযোগ সৃষ্টি করবো।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জয় আজ সকালে রাজধানীতে দু’দিনব্যাপী বিপিও সম্মেলন-২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

আইসিটি অধিদপ্তর এবং বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন ও আউটসোর্সিং (বিএসিসিও) এর সহযোগিতায় আইসিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমেদ এবং আইসিটি সচিব শ্যাম সুন্দর শিকদার।

জয় বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর কোনো স্বপ্ন নয়। দেশের মোট জনগোষ্ঠির ৬৫ ভাগই তরুণ এবং প্রতি বছর দেশে ১০ হাজার কম্পিউটার বিজ্ঞান গ্রাজুয়েট হচ্ছে। আমাদের অনেক কম্পিউটার বিজ্ঞান গ্রাজুয়েট গুগল, ফেসবুক ও মাইক্রোসফটে যোগ দিচ্ছেন। তাদের যোগ্যতা আন্তর্জাতিক মানের চেয়ে কম নয়। তিনি স্থানীয় শিল্পে বিশেষ করে বিপিও শিল্পের জন্য বর্তমান সরকারের সহায়তা প্রদানের উল্লেখ করে বলেন, বাংলাদেশ সরকারের বাষির্ক আইসিটি ব্যয় ইতোমধ্যেই এক বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড এবং স্থানীয় সরকারসহ দেশের অনেক সংস্থা স্থানীয় কোম্পানিতে আউটসোর্সিং করছে।

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা জয় আইসিটি সেক্টরে সরকারের সফলতার বর্ননা দিয়ে বলেন, সুন্দরবনসহ দেশের একশ’ ভাগ লোক এখন মোবাইল নেটওয়ার্কের আওতায় এসেছে। দেশের সব জনগণ আইসিটি বিশেষ করে মোবাইল ব্যবহার করে তাদের দৈনন্দিন জীবনকে আরো সহজলভ্য করেছে। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে এখন যে কেউ মোবাইল ফোনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ফলাফল জানতে পারছে। তারা মোবাইল ফোনের মাধ্যমে বাস টিকিট কিনতে পারছে। এমনকি মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবা তথ্য জানতে পারছে।

তিনি বলেন, দেশ ২০২১ সালের ভেতরে মধ্য আয়ের দেশে পরিণত হচ্ছে। বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলংকাসহ দক্ষিণ এশিয়ার সব দেশের চেয়ে অনেক আর্থ সামাজিক সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি আরো বলেন, সরকার বিপিও শিল্পকে সহায়তা দিতে এবং আইটি বিশেষজ্ঞ সরবরাহ করতে সারা দেশে দশটি আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে।

সেমিনারে ২৫ জন বিদেশী বক্তাসহ অনেকে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.