আজ : ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

ধর্ষণে ব্যর্থ হয়ে’ কিশোরীকে প্রকাশ্যে পিটুনি

নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলার ১০ নং নলকোনা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড শিয়ালিয়া গ্রামের অষ্টম শ্রেনি পড়ুয়া ছাত্রী (১৩) ধর্ষণে ব্যর্থ হয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ১ যুবকের বিরুদ্ধে। অপবাদ সইতে না পেরে বিষ পারে আত্নহত্যার চেষ্টা । শনিবার ( ৫ জুন ) সকাল সাড়ে ৯টার দিকে বরগুনার নলকোনা ইউনিয়নের শিয়ালিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার ওই কিশোরী বাবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ ম শ্রেনির পড়ুয়া ছাত্রী । আহত ওই কিশোরীকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । নির্যাতনের শিকার কিশোরীর পিতা খোকন হাওলাদার বলেন , আমার পরিবার ও সন্তানদের নিয়ে শিয়ালিয়া গ্রামে থাকি। ওই গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে মামুন (৩২) দীর্ঘদিন ধরে আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। আমার মেয়ে তাকে বারবার প্রত্যাখান করায় সে ক্ষিপ্ত হয়। শনিবার সকালে বাড়ির পাশের একটি ঘরে মুরগি আনতে যায় । সেখানে মামুন অশ্লীল ভাষায় আমার মেয়েকে উত্ত্যক্ত করে। আমার মেয়ে প্রতিবাদ করলে মামুন আমার মেয়ের চুল ধরে তাদের হাওলাদার বাড়িতে নিয়ে যায় । এসময় সে ধর্ষণের চেষ্টা করে ও শরীরের বিভিন্ন স্থানে কামড় দিয়ে আহত করে। এক পর্যায়ে আমার মেয়ে সেখান থেকে বাইরে বেড়িয়ে আসে। পরে সবার সামনেই মামুন আমার মেয়েকে মারপিট করেও মোবাইল চুরির মিথ্যা অপবাদ দেয় । কিশোরীর মা প্রতক্ষ্যদর্শীরা জানান, আমার মেয়ের জামা ছেড়া অবস্থায় চিৎকার করতে করতে দৌড়ে এসে জানায় তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে ও মোবাইল চুরর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে । এরপর আমার মেয়েকে প্রকাশ্যে সবার সামনেই মারপিট করে মামুন । পরে আমার মেয়ে মিথ্যে অপবাদ সইতে না পেরে বিষ পান করে আত্নহত্যার চেষ্টা চালায় । এ বিষয়ে জানতে মামুনের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। বরগুনা থানার ওসি বলেন,ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে কিশোরীকে নির্যাতন বা মারপিটের কোন খবর আমরা পাইনি। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হলে আমরা বিষয়টি তদন্ত করে দেখব। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.