আজ : ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

পটুয়াখালীতে ইডটকো’র উদ্যোগে তিনশ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ।

মোঃ জহিরুল ইসলাম: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের ঘূর্ণিঝড় আম্পান এ ক্ষতি গ্রস্থ কয়েকটি গ্রামের তিনশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে আলীপুর বাজারে বেসরকারি টেলিকম কোম্পানি ‘ইটডকো’র অর্থায়নে গিনি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং পটুয়াখালী ইয়ুথ ফোরামের সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। লতাচাপলী ইউনিয়নের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইডটকো পটুয়াখালী জেলার প্রতিনিধি মোঃ মালেক, গিনি কর্পোরেশনের রাসেল খন্দকার, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি জহিরুল ইসলাম ও নির্বাহী পরিচালক হাসিবুর রহমান এবং স্থানীয় ইউপি সদস্য হারুন প্রমুখ।

বেসরকারি টেলিকম কোম্পানি ‘ইটডকো’ সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার উদ্যোগ হিসেবে দেশের সংকটময় এবং দূর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাড়িয়ে থাকে। প্রতিটি পরিবারের জন্য আট কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি করে তেল, ডাল, চিনি ও লবন, দুই কেজি চিড়া, ২ দুটি সাবান, আটটি স্যালাইন ও নাপা ট্যাবলেট একপাতা বিতরণ করা হয়েছে। বিতরণের আগে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাড়ি বাড়ি গিয়ে নিদিষ্ট এলাকার ক্ষতি গ্রস্থ পরিবারের তথ্য ও প্রমানাদী সংগ্রহ করে স্বেচ্ছাসেবক বৃন্দ। যাচাই বাছাই শেষে আজ নির্বাচিত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.