আজ : ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বরিশালে আরো এক সেবিকাসহ করোনা আক্রান্ত ২

এম.জামাল হোসাইন ঃ বরিশালে গত ২৪ ঘন্টায় আরো দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৮ জনে। এদের মধ্যে একজন হচ্ছে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সেবিকা। তার বয়স ২৭ বছর। অপরজন হলো বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডের পুরানপাড়া এলাকার ২০ বছর বয়সী এক নারী।
মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগের আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে দুজনের রিপোর্ট পজেটিভ আসে। মঙ্গলবার রাত ১১টায় বরিশাল জেলা প্রশাসনের মিডিয়াসেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ পর্যন্ত বরিশাল নগরী ও জেলার ১০ উপজেলায় ৫৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৪ জন নারী এবং ৩৪ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে।
উল্লেখ্য ১২ মে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০১ জন নার্স সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুজন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে। এছাড়া তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.