আজ : ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বাউফল পৌরসভার খাদ্য সহায়তায় রিয়াদ খানের ব্যাতিক্রমী উদ্দ্যোগ

এম মনিরুজ্জামান হিরোন. বাউফল: “আসুন দেশকে ভালবাসি মানবতার সহায়তায় এগিয়ে আসি” এ স্লোগানে পটুয়াখালী বাউফলের ৬শত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরনে ব্যাতিক্রমী উদ্দ্যোগ নিয়েছে উপজেলা পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ খান। শুক্রবার (১মে) রমজানের তারাবিহ নামাজের পর রাত সোয়া ৯টায় পৌর শহরের ৪নং ওয়ার্ডের মীরা বাড়িতে পৌর আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম ফারুক এ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্ভোধন করেন।
জানা যায়, বাউফল পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ খানের নিজ অর্থায়নে পৌর শহরের ৪নং ওয়ার্ডের ৬০০ পরিবারের প্রত্যেক ঘরে ঘরে খাদ্য সহায়তা বিতরনের উদ্দ্যোগ নেয়। ওই সময় শুক্রবার (১মে) প্রত্যেক পরিবারের মধ্যে দেয়া হয় ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ১ লিটার তৈল ও ১টি সাবান।
এ সময় পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ খান জানান, আমার নিজ অর্থায়নে কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়ে মহাঘাতক করোনা ভাইরাস এর আক্রমন থেকে রক্ষা পাওয়ার জন্য পৌরসভার ৪নং ওয়ার্ডে ৬০০ পরিবারের মধ্যে শারীরিক দুরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। তিনি আরো জানান, ৪নং ওয়ার্ডে প্রায় ২৮০০ ভোটার, ৪০০টি ঘর, প্রায় ১০০টি ভাড়াটিয়া পরিবার, ৩০জন কাজের লোকসহ চা-দোকানদার ও হোটেল ব্যাবসায়ী রয়েছে। তাদের প্রত্যেকের জন্য এ খাদ্য সহায়তা ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে।
বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক এনায়েত খান ছানা, দাশপাড়া ইউনিয়ন সহ-সভাপতি নাসির উদ্দিন খান, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক অরবিন্দ দাস, পৌর যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী মিলন, সাবেক ছাত্রলীগ সভাপতি(একাংশ) মাহমুদ হাসান রুবেল, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক(একাংশ) শামসুল কবির নিশাদ, ছাত্রনেতা মিল্টনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.