আজ : ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

সেচ মওসুমে নদীতে পানি নেই ভারতীয় পানি আগ্রাসনে শুকিয়ে গেছে উত্তরাঞ্চলের ১৬টি নদী

মরণবাঁধ ফারাক্কা দিয়ে প্রায় অর্ধশতাব্দীর মধ্যেই বাংলাদেশকে প্রায় মরুভূমিতে পরিণত করার পর প্রতিবেশী দেশটির রাজনীতিবিদদের মধ্যে এখন বিতর্কিত বাঁধটি ভেঙে ফেলার দাবি উঠেছে। বিশ্বঐতিহ্য হিমালয় বেয়ে আসা পানি উজান থেকে ভাটির দিকে বয়ে এসে বঙ্গোপসাগরে পড়ে। কিন্তু তা বাধাগ্রস্ত করে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ৩০ কিলোমিটার উজানে ফারাক্কায় বাঁধ নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে সেই পানি ব্যাপকভাবে প্রত্যাহার করে ভারতের বিহারসহ কয়েকটি রাজ্যের দিকে ক্যানেল কেটে নিয়ে যাওয়া হয়। এছাড়া ফারাক্কা বাঁধের কারণে পানির স্বাভাবিক গতি হারানোর ফলে বাহিত পলিমাটি ভাটির বিস্তীর্ণ এলাকায় পড়ে থাকেÑ যার পরিণামে বিশাল এলাকাজুড়ে চর পড়েছে। বর্তমানে সেচ মৌসুমে উত্তরাঞ্চলের ১৬টি নদীতে চর পড়েছে। পদ্মা, তিস্তাসহ বড় বড় নদী এখন ধু ধু বালুচর। নদীগুলোর পানির স্তর নেমে গেছে নিচে। মোটকথা বাংলাদেশ আজ পানিশূন্য হয়ে পড়েছে। সমুদ্রের লোনা পানি বিশ্বঐতিহ্য সুন্দরবনে বেশি বেশি পরিমাণে ঢুকে পড়ছে। : আরএমএস ওয়াটার ট্যাঙ্ক ক্লিনিং সার্ভিসের স্বত্বাধিকারী মেজর (অব) মাছউদুল হাসান বলেন, পানি হচ্ছে মানুষের মৌলিক অধিকার। ১৯৯৩ সাল থেকে বিশ্বপানি দিবস পালিত হচ্ছে। উল্লেখ্য, পানির অধিকার নিয়েই ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৬ সালের ১৬ নভেম্বর রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে এই মিছিলটির নেতৃত্ব দিয়েছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। মিছিল শেষে চাঁপাইনবাবগঞ্জের কানসাট হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত ঐতিহাসিক জনসভায় ভাষণ দিয়েছিলেন মওলানা ভাসানী। তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ফারাক্কা বাঁধ কার্যকর না করা দাবি জানিয়েছিলেন। আজ ভারতেরই একটি রাজ্যের (বিহার) মুখ্যমন্ত্রী ফারাক্কা বাঁধটি ভেঙে ফেলার দাবি জানিয়েছেনÑ ওই রাজ্যের মানুষদের রক্ষার জন্য। আর ফারাক্কা বাঁধের কারণে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সুন্দরবনের অস্তিত্বে। এদিকে একটি খবরে জানা গেছে, রাজশাহীর কাছে পদ্মা নদীতে ড্রেজিং করে ফারাক্কা হয়ে বয়ে আসা পানি প্রবাহ বাড়ানোর একটি উদ্যোগ নেয়া হয়েছে। ফারাক্কা বাঁধজনিত কারণে রাজশাহী দিয়ে প্রবাহিত পদ্মার পানিতে বিস্তীর্ণ এলাকায় চর পড়েছে। এখন সেখানে ড্রেজিং করে পানি প্রবাহ বাড়ানোর কথা চিন্তা করা হচ্ছে। আর এই ড্রেজিংয়ে সাহায্য সহযোগিত করতে চায় ভারত। এটা অনেকটা ‘গরু মেরে জুতা দান’-এর মতো বলে মনে করা হচ্ছে। : পদ্মার মতো তিস্তাও পানিশূন্য হতে বসেছেÑরিটা রহমান : অল ফর সুন্দরবনস সংগঠনের কর্ণধার রিটা রহমান ঐতিহাসিক ফারাক্কা লংমার্চে অংশ নিয়েছিলেন। ওই মহামিছিলের নেতৃত্বদানকারী মওলানা ভাসানীর গাড়িতে অবস্থান করে তিনি বয়োবৃদ্ধ নেতার দেখভাল করেছিলেন তার পিতা ন্যাপ নেতা জননেতা মশিউর রহমান (যাদু মিয়া)-এর নির্দেশে। নাজুক শারীরিক অবস্থায় মওলানা ভাসানী পানির দাবিতে ওই মিছিল করেছিলেন। তখন দেখা গেছে সেই মিছিলে সারাদেশে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছিলেন। এসেছিলেন চিড়া, গুড়, মুড়ি/শুকনো খাবার নিয়ে। এ প্রসঙ্গে গত সংসদ নির্বাচনে রংপুরের একটি সংসদীয় আসনে অংশগ্রহণকারী রিটা রহমান এই প্রতিবেদককে বলেন যে, পদ্মার মতো তিস্তাও আজ পানিশূন্য হতে বসেছে। : পানির জন্য প্রকৃতিÑমেজর (অব) মাছউদুল হাসান : মেজর (অব) মাছউদুল হাসান গত ২২ মার্চ বিশ্বপানি দিবস উপলক্ষে এক লেখায় বলেন যে, পানির জন্য প্রকৃতি । ২০১৬তে পানি দিবসের প্রতিপাদ্য ছিল উন্নত কাজ পেতে হলে পরিষ্কার পানি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.