আজ : ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

হলি আর্টিজান বেকারিতে নিহত তিন মার্কিন শিক্ষার্থী

ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসীরা জিম্মি করে ২০ জনকে হত্যা করে।

নিহতদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের তিন শিক্ষার্থী ছিলেন। তাঁরা হলেন ফারাজ হোসেন, অবিন্তা কবির ও তারিশি জৈন। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশি।

ছবির বামে তারিশি জৈন
ভারতীয় নাগরিক তারিশি বার্কেলেতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থী ছিলেন। ঢাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডে ইন্টার্নশিপ শুরু করেছিলেন।
ঢাকায় তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছেন। তাঁর বাবা এখানে পোশাক ব্যবসা করতেন।

মাঝে ফারাজ হোসেন
আটলান্টার কাছে অক্সফোর্ড কলেজের গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছিলেন ফারাজ আইয়াজ হোসেন। এমোরির গোইজুয়েটা বিজনেস স্কুলেও পড়তেন তিনি। তিনি ট্রান্সকম গ্রুপের মালিক লতিফুর রহমানের নাতি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে জানায়, এমোরি সম্প্রদায় এই নির্মম ও অর্থহীন ঘটনায় শোকগ্রস্ত।

ডানে অবিন্তা কবির
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টাভিত্তিক ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি ঢাকায় পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে এসেছিলেন। ঢাকায় অবিন্তা আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন।
অবিন্তা থাকতেন ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে। সেখানকার গভর্নর রিক স্কট অবিন্তা স্মরণে রোববার যুক্তরাষ্ট্র ও তাঁর অঙ্গরাজ্যের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.