আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

অর্ধশত কোটি টাকার বাজেট ঘোষণা গৌরনদী পৌরসভার

নতুন করআরোপ ছাড়াই বুধবার বিকেলে বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী পৌরসভার আগামী ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য অর্ধশত কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রথম শ্রেনীর এ পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান বুধবার বিকেল ৫টায় পৌর ভবনের সভাকক্ষে উক্ত বাজেট যোষণা করেন। প্রস্তাবিত বাজেটে ২০১৬-২০১৭ অর্থ বছরের জন্য মোট ৫০ কোটি ৪০ লক্ষ ৯৫ হাজার টাকার প্রস্তাবিত আয় ও ৫০ কোটি ৩৫ লক্ষ ৯৮ হাজার টাকা প্রস্তাবিত ব্যয় এবং ৪ লক্ষ ৯৭ হাজার টাকা উদ্ধৃত্ত দেখানো হয়েছে। প্রতাবিত এ বাজেটে প্রতিবন্ধীদের কল্যানে ২ লক্ষ টাকা বরাদ্ধ রাখা হয়েছে। ফলে এ বাজেট প্রস্তাবকে একটি সুষম ও উন্নয়ন মুলক উদ্বৃত্ত বাজেট বলে অভিহিত করা হয়েছে।অনুষ্ঠানে দেয়া বাজেট বক্তৃতায় পৌর মেয়র হারিছুর রহমান তার প্রস্তাবিত বাজেটকে পৌরবাসীর জন্য একটি সুন্দর ও সহায়ক বাজেট আখ্যা দিয়ে পৌর নাগরিকদের উদ্দেশ্যে বলেন, পৌরসভার বালুর মাঠে একটি অত্যাধুনিক ৫তলা বিশিষ্ট পৌর সুপার মার্কেট কাম কমিউনিটি সেন্টার নির্মানের জন্য নতুন করে প্লান ও ডিজাইনের কাজ শেষ হয়েছে। এটি এখন মন্ত্রনালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। পৌরসভার উন্নয়ন মুলক কাজ করার জন্য এলজিইডি’র দুটি বড় প্রকল্প রয়েছে। বি,এম,ডি,এফ এবং ইউ,জে,এইচ,পি-৩ এ প্রকল্প দুটিতে অন্তর্ভূক্ত হলে পৌরসভায় প্রায় ৪০ কোটি টাকার কাজ বাস্তবায়ন করা যাবে। পৌরসভাকে জাইকা,বি,এম,ডি,এফ, ইউ,জে,এইচপি-৩ ও জলবায়ু প্রকল্পে অন্তর্ভূক্ত করার পূর্বশর্ত হল ৮০% নিয়মিত পৌরকর আদায় করা। পৌর সভায় এখনও ৬০ লক্ষাধীক টাকার পৌর কর বকেয়া রয়েছে। পৌরসভা যেমন আপনাদের নিকট নাগরিক সুবিধা প্রদানে দ্বায়বদ্ধ, তেমনি আপনাদেরও দ্বায়িত্ব রয়েছে নিয়মিত পৌর কর পরিশোধ করার। আপনাদের কাছে যে বকেয়া পৌর কর পাওনা রয়েছে তা যদি আপনারা নিয়মিত পরিশোধ করেন তা হলে আমি পৌরসভায় ব্যাপক ভাবে উন্নয়ন কাজ করতে পারব বলে আশা করি। স্থানীয় সরকার মন্ত্রনালয় ও এলজিইডির বিভিন্ন প্রকল্পে অন্তর্ভূক্তির জন্য পৌর কর আদায় ৮০% বাধ্যতা মুলক। কাজেই আপনারা নিয়মিত পৌর কর পরিশোধ না করলে আমার পক্ষে পৌরবাসীর উন্নয়ন করা সম্ভব হবে না। গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় জরুরী কাজে ব্যাস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানান পৌর মেয়র। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মেঃ মাহাবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, কাছেমাবাদ দরবার শরীফের পীর মাওলানা আ.ফ.ম অহিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীন আওয়ামীলীগ নেতা আকবর হোসেন ফারুক, জয়নাল আবেদীন খন্দকার, আওয়ামীলীগের ইতালী শাখার সভাপতি মোঃ কামরুল ইসলাম দিলিপ, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মোঃ গিয়াসউদ্দিন মিয়া, পৌর কৃষকলীগের সভাপতি মোঃ শাহজাহান বেপারী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মনসুর আহাম্মেদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান ফকির, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম রিপন, সেলিনা আক্তার. উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, পৌরসভার কর কর্মকর্তা মোশারফ হোসেন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.