আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

আটক ৩পরীমণিকে অপহরণের চেষ্টা,

কক্সবাজারে একটি শুটিং চলাকালে হালের অন্যতম জনপ্রিয় নায়িকা পরীমণিকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে বলে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার প্রোডাকশন ম্যানেজার মোহাম্মদ উজ্জল। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার মৌলভীপাড়ার হামিদুল হক ওরফে হামিদ (২৪), রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের মুসলিমাবাদ এলাকার কাউসার আলমগীর ওরফে আরাফাত (২৭) ও কোলাপাড়া টুলটুলি এলাকার সজীব ভুইয়া ওরফে সেলিম (২৭)। জানা গেছে, জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘রক্ত’ ছবির শুটিং চলছিল মিঠাছড়ির অ্যামিউজমেন্ট ক্লাবের শুটিং স্পটে। এখানে বিশাল করে মেলার একটি সেট তৈরি করা হয়েছে। দিনব্যাপী চলে টানা শুটিং। রাতেও ক্যামেরা অন হয়। কিন্তু বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শুটিংয়ের শেষ পর্যায়ে একদল দুর্বৃত্ত অতর্কিতে হানা দেয়। এ সময় নায়িকা পরীমনিকে অপহরণের চেষ্টা করা হয় বলে জানা গেছে। গতকালের হামলায় শুটিং ইউনিটের এক নারী সদস্যসহ তিনজন আহত হয়েছেন। তবে পরীমণি অক্ষত রয়েছেন। ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে পরীমনি বলেন, এই মুহূর্তে শুটিংয়ে চরম ব্যস্ত রয়েছি। পরে এ বিষয়ে কথা বলি? অনুরোধ করলে এবার পরীমণি বলেন, সত্যি কথা বলতে কি এই ঘটনার কথা আজ সকালে অবগত হয়েছি। এটা আবার কেমন কথা- এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, আসলে মেলার একটি শুটিং চলছিল। যেখানে বেশ লোকসমাগম ও গুণ্ডাপাণ্ডার উপস্থিতিও দেখানো হয়। এরই মাঝে রাতে প্রকৃত দুর্বৃত্তরা যে আমাকে অপহরণের চেষ্টা চালিয়েছে সে বিষয়ে অবগত ছিলাম না। তাছাড়া প্রডাকশন থেকে আমাকে এ বিষয়ে জানানো হয়নি। শুটিংয়ে কোনরকম বাধা-বিঘ্ন পড়ুক এটা চায়নি বলেই তারা বিষয়টা এড়িয়ে গেছে। কিন্তু আজ সকালে শুটিং স্পটের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির পর বিষয়টি পুরোপুরি জানতে পেরেছি। ঘাবড়ানোর কিছু নেই। এই মুহূর্তে আমরা ভালো আছি। টানা শুটিং চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.