আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

আপত্তি নিষ্পত্তির তাগিদ তারাকান্দি-যমুনা ব্রিজ রেলওয়ে লিংক প্রকল্পের অডিট

বাংলাদেশ রেলওয়ের তারাকান্দি-যমুনা ব্রিজ রেলওয়ে লিংক প্রকল্পের হিসাবের ওপর আনীত তিনটি অডিট আপত্তি দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছে সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে এ সংক্রান্ত অনিয়মের অভিযোগ তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করে আগামী ৬০ দিনের মধ্যে কমিটিতে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়েছে।
আজ বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর। বৈঠকে কমিটির সদস্য এ কে এম মাঈদুল ইসলাম, মো. আব্দুস শহীদ, মো. মোসলেম উদ্দিন, মো. আফছারুল আমীন, মইন উদ্দীন খান বাদল ও রেবেকা মমিন এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ রেলওয়ের তারাকান্দি-যমুনা ব্রিজ রেলওয়ে লিংক প্রকল্পের ১৯৯৯-২০০০ হতে ২০০৮-২০০৯ অর্থ বছরের হিসাব সম্পর্কিত বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ অডিট রিপোর্ট এবং ২০১০-২০১১ এর অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে অডিট আপত্তি নিষ্পত্তির পাশাপাশি কোন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.