আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

আহত ২০,আ.লীগের দুই পক্ষে সংঘর্ষ,

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে।

আজ রবিবার সকাল ৭টার দিকে এ সংঘর্ষ হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে সাতজন গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর আহতারা হলেন- গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ জামাল গ্রুপের কপিল শেখ ও রুস্তুম আলী এবং নৌকা প্রার্থী আলী পক্ষে হাফিজুল ইসলাম, আমজাদ হোসেন, সালাম উদ্দিন, তৈওব আলী ও হেলাল উদ্দিন। এছাড়াও বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

এ বিষয়ে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ জামাল জানান, এই সংঘর্ষ গত নির্বাচনের জের ধরেই হয়েছে। আলী নির্বাচনে জয়লাভ করতে না পারায় আমাদের লোকজনকে মেরেছে।

এ দিকে আলী জানান, পাওনা টাকা চাওয়ায় এ সংঘর্ষ হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আলী হোসেন গ্রুপ ও বাগুলাট ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঁশগ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।kushtia_128379

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.