আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

যৌতুকের দাবীতে শারিরিক নির্যাতন,সন্তানের খোজ নেয় না পিতা

সাবিনা ইয়াসমিন : বরিশালের উজিরপুরে পাষন্ড এক পিতা সন্তানের কোন খোজ খবর না নিয়ে উল্টো স্ত্রীর কাছে ৫ লক্ষ টাকা যৌতুকের দাবী করে আসছে । কুলঙ্গ পিতা তার ৭ মাসের শিশু সন্তানের খোজ খবর না নেওয়ায় মানবেতর জীবন জাপন করছে মা-শিশু দুই জনই । এনিয়ে একাধিক বার সালিশ মিমাংশা হলে ও পাশন্ড পিতা নান্নু রাড়ী কোন কর্নপাত করেনি । শশুর বাড়ির লোকদের বিভিন্ন রকমের হুমকি দিয়ে আসছে নান্নু রাড়ী । শারীরিক নির্যাতন করে স্ত্রী ও অবুঝ শিশুকে বাড়ী থেকে তাড়িয়ে দিয়েছে এমন গুরুতর অভিযোগ পাওয়া গেছে । অভিযোগের ভিক্তিতে সরেজমিনে কান্না জনিত কন্ঠে স্ত্রী শারমিন আক্তার এ প্রতিবেদকের কাছে বিবরন দেয় । এ ঘটনায় মানবাধিকার ও আইন সহায়তা কর্মসুচি(ব্র্যাক) অফিসে ৩১ আগষ্ট লিখিত অভিযোগ দিয়ে ও এখন পর্যন্ত কোন সুফল পায়নি ভুক্তভোগি। উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের সালাম সিকদারের মেয়ে শারমিন বেগম(২০) এর সাথে পারিবারিক ভাবে বড়াকোঠা ইউনিয়নের গরিয়াগাভা এলাকার ছালাম রাড়ীর ছেলে নান্নু রাড়ীর সামাজিক ভাবে ২০১৯ সনের মার্চ মাসের ৩ তারিখ বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে একটি ৭ মাসের শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকে নান্নু রাড়ী যৌতুকের দাবীতে প্রায়ই মারধর করতো। এরই ধারাবাহিকতায় গত ৩ মাস পূর্বে যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর করে অবুঝ শিশুসহ তাদেরকে ভরন পোষন না দিয়ে তাড়িয়ে দেয়। এমনকী সন্তানেরও খোজ খবর নিচ্ছেনা। পিতার পরিচয় থেকে বঞ্চিত হয়েছে অবুঝ শিশুটি। স্থানীয়রা জানান, প্রভাবশালী নান্নু রাড়ী আইনকে তোয়াক্কা করেনা। সে এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। আরেকটি সূত্র জানায় , পুলিশের সোর্স পরিচয়ে মামুষদের ভয়ভিতি দেখায় নান্নু রাড়ী তার ভয়ে মুখ খুলছেনা শান্তি প্রিয় নারী-পুরুষ। নির্যাতিতা শারমিন বেগমের অভিযোগ , বিয়ের পর থেকে আমার পিতার বাড়ি থেকে ব্যবসা করার জন্য টাকা আনতে বলে আমি টাকা এনে দিতে রাজি না হওয়ায় আমার উপর অমানুষিক নির্যাতন চালিয়ে তাড়িয়ে দেয় । আমার সুখের কথা ভেবে আমার পিতা স্বামীকে দফায় দফায় প্রায় ২লক্ষ টাকা দেয়। এরপরেও ক্ষ্যন্ত হয়নি আমার স্বামী। আরো ৫ লক্ষ টাকা যৌতুক চায়। এতে আমি রাজী না হওয়ায় ক্ষিপ্ত হয়ে নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেয় । বর্তমানে অবুঝ শিশুকে নিয়ে আমি অনাহারে দিন পার করছি। যৌতুকলোভী পাষন্ড স্বামীর বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছে শারমিন আক্তার । প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন । এব্যাপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জিয়াউল আহসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.