আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

খালেদা জিয়া : নজরুলের কবিতা আজও সাহস জোগায়।

নজরুলের কবিতা আজও সাহস জোগায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। খালেদা জিয়া বলেন, বাংলা সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ কাজী নজরুল তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে সব রকম অন্যায়, অত্যাচার, অবিচার আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তার অনন্য সৃষ্টিতে বাংলা সাহিত্য সমৃদ্ধ হয়েছে। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে কাজী নজরুল ইসলাম তার প্রতিভার স্বাক্ষর রাখেননি। তিনি জালিমের বিরুদ্ধে মজলুমকে বিদ্রোহ করার প্রেরণা জুগিয়েছেন। তার রচিত কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধ আমাদের সাহিত্য-সংস্কৃতির ভাণ্ডারকে করেছে সমৃদ্ধ। শোষণের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম তাকে ‘বিদ্রোহী কবি’র খ্যাতি এনে দিয়েছে। ‘কবি কাজী নজরুল ইসলাম আমাদের সামনে চলার অন্তহীন প্রেরণার উৎস’ বলে উল্লেখ করেন বিএনপির চেয়ারপারসন। তিনি বলেন, ‘মহান স্বাধীনতাযুদ্ধের সময় তার কবিতা ও গান যুদ্ধরত মুক্তিযোদ্ধা ও এ দেশের মুক্তিকামী মানুষকে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে, উজ্জীবিত করেছে। আজও আন্দোলন-সংগ্রামে তার কবিতা ও গান আমাদের শক্তি ও সাহস জোগায়।’ কবি কাজী নজরুল ইসলামকে বিএনপি চেয়ারপারসন মানবপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘মানুষকে ভালোবেসে তাদের কল্যাণে আত্মনিবেদিত হতে তাঁর রচনা আমাদের উদ্বুদ্ধ করে’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.