আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

খ্রিষ্টান পল্লীতে এক গাছে শত কাঠাঁল,

জাকির হোসেন, বানারীপাড়া।
মধু মাস জৈষ্ঠ অত্যাসন্ন। গাছে গাছে আম, জাম, লিচু ও কাঠালের সমাহার। বৈশাখ শেষে জৈষ্ঠের শুরুতেই বাজারে মিলবে রসালো এসব ফলের দেখা। মূল্য যাই হোক মানুষ ফলের স্বাদ নিতে ভিড় করবে ফলের দোকানে দোকানে। বরিশালের বানারীপাড়ায় এ বছর আম ও জাতীয় ফল কাঠালের বাম্পার ফলন হয়েছে। পৌর শহর কিংবা গ্রাম এখানকার এমন কোন বাড়ি নেই যে বাড়ির গাছে গাছে আম ও কাঁঠালের সমাহার নেই। উপজেলার নিভৃত ইউনিয়ন বিশারকান্দির মরিচবুনিয়া খ্রিষ্টান পল্লীর একটি বাড়ির এক গাছে ফলণ হয়েছে শত কাঁঠালের।এভাবে প্রতি বাড়ির গাছে গাছে ঝুলছে কাঁঠাল, আম, জাম ও লিচু। অপেক্ষা কখন পাকবে আম, কাঁঠাল, লিচু ও জাম। ফলের স্বাদ নিতে জিবে জল নিয়ে করা অপেক্ষার শেষ হতে বাকী মাত্র আর কয়েকটা দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.