আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

গণমাধ্যম নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত

মীর শাহিন আহম্মেদ : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ সরকার গণমাধ্যম বান্ধব সরকার। এই সরকারের সময়ে গণমাধ্যমের ব্যাপক বিস্তার ঘটেছে। গতকাল সাংবাদিকদের ওয়েজবোর্ড প্রসঙ্গে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটি তার একান্তই ব্যক্তিগত। এটি সরকারের কোনো মতামত নয়।

বুধবার দুপুরে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো রায়েরই সমালোচনা হতে পারে। যদি বিশ্বজিৎ হত্যাকাণ্ডের রায়ের পর সমালোচনা হতে পারে, যুদ্ধাপরাধীদের রায়ের পর মানি না বলে দেশে হরতাল, মিছিল-মিটিং হতে পারে, সেহেতু ষোড়শ সংশোধনীর রায় নিয়েও সমালোচনা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত আইনমন্ত্রী বলবেন। তবে বিএনপিকে অনুরোধ করবো, পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগ যে রায় দিয়েছিল, সেটার প্রতি একটু দৃষ্টিপাত করুন। সে রায় অনুযায়ী, সামরিক সরকারের মাধ্যমে যে কাজগুলো হয়েছিল, সেগুলো সব অবৈধ।

ড. হাছান আরও বলেন, সামরিক সরকারের অধীনে হওয়া সবকিছুকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছেন। সেই রায়ের ৩৫৪ নং অনুচ্ছেদ অনুযায়ী বিএনপিই তো অবৈধ। সুতরাং বিএনপিকে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে এত লাফালাফি না করে পঞ্চম সংশোধনীর রায় পড়ে দেখে নিজেদের ভবিষ্যত নিয়ে চিন্তা করার জন্য অনুরোধ করবো।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, বেগম খালেদা জিয়া কোন হোটেলে বসেন, কার সঙ্গে মিটিং করেন, কয়টার সময় তার ছেলের বাসায় যান সমস্ত তথ্য সরকারের কাছে আছে। যখন প্রয়োজন পড়বে তখনই সেসব তথ্য প্রকাশ করা হবে।

এর আগে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনার জন্মদিন ও সামাজিক বিভিন্ন বিষয়ের ওপর আওয়ামী লীগের আগামী মাসের সিরিজ সেমিনার ও আগামী ইলেকশনে ডিজিটাল প্রচারণা নিয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.