আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

জন্মদিনে মোশাররফ করিম

প্রথম অভিনয় করেছিলেন স্কুলে পড়ার সময়। এরপর যুক্ত হন থিয়েটারে। ১৯৮৬ সালে ঢাকার অন্যতম নাট্যসংগঠন ‘নাট্যকেন্দ্র’-এ যুক্ত হন অভিনয়ের টানে। দলটির বিচ্ছু, প্রতিসরণ নাটকে অভিনয় করেন। বর্তমানেও এ দলটির সদস্য হিসেবে যুক্ত আছেন। তবে টিভি নাটকে বৈচিত্র্যপূর্ণ অভিনয়ের মাধ্যমে হয়ে উঠেন সবার প্রিয় তারকা। এক নামে তাকে সবাই চেনেন। তিনি মোশাররফ করিম। সোমবার (২২ আগস্ট) এই অভিনেতার জন্মদিন।

জন্মদিনে মোশাররফ করিম

মোশাররফ করিম ২০০৪ সালে ‘ক্যারাম’ নামের একটি টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। এর আগে ১৯৯৯ সালে ‘অতিথি’ নামের একটি খণ্ড নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি অভিনয় শুরু করেন। পরবর্তীতে বেশকিছু নাটকে অভিনয় করলেও ‘ক্যারাম’ নাটকে অভিনয় টিভি মিডিয়ায় নিজের আসনটি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে।

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ধারবাহিক নাটক ‘৪২০’, চলচ্চিত্র ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ মোশাররফ করিমকে জনপ্রিয়তার অনন্য জায়গায় নিয়ে যায়।

সাম্প্রতিক সাগর জাহানের ‘সিকান্দার বক্স’ ধারাবাহিক নাটকে মোশাররফ করিমের অভিনয় দারুণ মুগ্ধ করে দর্শকদের। গত ঈদে ‘অ্যাবারেজ আসলাম’ নাটকে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন। আগামী ঈদেও নাটকটির সিক্যুয়াল তৈরি হচ্ছে।

মোশাররফ করিম অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জিম্মি, দুই রুস্তম, আন্তঃনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্যা সিন, সেই রকম পানখোর প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.