আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

ডিসি এসপির নিরাপত্তা আছে, এমপিদের নেই’

স্টাফ করেসপন্ডেন্ট,সংসদ থেকে : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ একাংশ) সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল বলেছেন, ‘এ সংসদে আমাদের নিরাপত্তার বিষয়টি বার বার তোলা হয়েছে। আমি বার বার বলেছি, সংসদ সদস্যদের বাস্তবিক অবস্থা যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে সমস্যার সৃষ্টি হবে। জেলা প্রশাসকের (ডিসি) গানম্যান আছে, পুলিশ সুপারদের (এসপি) হাউস গার্ড আছে, সেক্রেটারিদেরও (সচিব) আছে। কিন্তু আড়াই’শ এমপির কোনো নিরাপত্তা নেই।’

বুধবার (২০ জুলাই) রাতে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি করেন। এর আগে বিকেল সাড়ে ৫টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

চট্টগ্রাম-৮ আসনের এ সাংসদ বলেন, ‘বাংলাদেশের বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে বলছি, নিরাপত্তার প্রশ্ন রাষ্ট্রাচারের সঙ্গে জড়িত। কিন্তু কাউকে নিরাপত্তা দেয়া হবে আবার কাউকে দেয়া হবে তা হবে না। তাহলে সবার নিরাপত্তা তুলে দেন। জনগণ সঙ্গে থাকবে, তাদের নিয়েই সবাই মোকাবেলা করব।’

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বাদল বলেন, ‘এ সংসদ সক্রিয় বলেই আপনি বিশ্বের কাছে জঙ্গিবাদ মোকাবেলায় নিজেকে বৈধ বলে দাবি করতে পারছেন। তাই এ বিষয়ে আপনি ব্যবস্থা নেবেন বলে আশা করছি।’

সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদও তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

কাজী ফিরোজ রশিদ তার বক্তব্যে বলেন, ‘আমাদের মানুষের কাছে যেতে হয়, শালিস বৈঠকে বসতে হয়। কিন্তু আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। সারা দেশকে নিরাপত্তা দেয়া যাবে না, কিন্তু আমাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আপনার (স্পিকার)। প্রতিনিয়ত হুমকি ধমকি আসছে। বড় বড় ব্যবসায়ীদের গানম্যান দেয়া হচ্ছে। বড় বড় চাকরিজীবীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু আমাদের সংসদ সদস্যদের নিরাপত্তা কোথায়? এ ব্যাপারে আমি আপনার হস্তক্ষেপ কামনা করছি।’

কোনো একটা দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এমপিদের ঘর বাড়ির নিরাপত্তা দিয়েছেন, তাহলে এমপিরা কি বাইরে যাবে না? বাইরে তাদের নিরাপত্তা কে দেবে? এ বিষয়টি কোনো বিবেচনা হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.