আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামার শাসনকাল একটা বিপর্যয়:

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউজে থাকার পুরো মেয়াদ একটি বিপর্যয় বলে মন্তব্য করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
তিনি একজন দুর্বল, তিনি একজন অকর্ম্য, ফক্স নিউজ চ্যানেলে দেয়া একটি সাক্ষাৎকারে মন্তব্য করেন মি. ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য বলে যে মন্তব্য করেছেন, তারই পাল্টা জবাব দিতে গিয়ে তিনি এই মন্তব্য করলেন।
রিপাবলিকান পার্টি কেনো তাকে প্রার্থী হিসেবে এখনো সমর্থন দিচ্ছে সেই প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ওবামা।
তাকে সমালোচনা করেছেন, নিজের দলের এমন দুইজন নেতাকে তিনি সমর্থন না দেয়ার ঘোষণাও দিয়েছেন।
হাউজ স্পিকার পল রায়ান আর সিনেটর জন ম্যাককেইন নভেম্বরে পুনঃ নির্বাচনে দাঁড়াবেন।
এদিকে রিপাবলিকান দাতা এবং তহবিল সংগ্রাহক মেগ হুইটম্যান ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে সমর্থন জানিয়েছেন।
নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার লড়াই শুরু হওয়ার সপ্তাহ খানেকের মধ্যেই বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা পাওয়ার লড়াই শুরুর পর থেকেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রে এসেছেন ডোনাল্ড ট্রাম্প।
ওবামা।
পুরো রিপাবলিকান পার্টিরই মান নিয়ে প্রশ্ন তুলে মি ওবামা।
সর্বশেষ হিলারি ক্লিনটনকে দা ডেভিল বা শয়তান বলে উল্লেখ করেছেন তিনি।
তার আগে যুদ্ধের ময়দানে নিহত এক মার্কিন মুসলিম সৈনিকের মাকে নিয়ে কটূক্তি করে সমালোচিত হয়েছেন।
এসব মন্তব্যের প্রেক্ষিতে বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার সবচাইতে কড়া নিন্দা জানিয়েছেন।
এক বক্তব্যে বারাক ওবামা বলেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার একেবারেই অযোগ্য।
তিনি বলেছেন, “আমি গত সপ্তাহেই একবার একথা বলেছিলাম এবং তিনি বারবার আমার কথা সঠিক প্রমাণ করছেন”
নির্বাচনী লড়াইয়ে একে অপরকে আক্রমণ করা মার্কিন রাজনীতিতে নতুন কিছু নয়।
তবে ডোনাল্ড ট্রাম্প যেন তাতে নতুন মাত্রা যোগ করেছেন বলে মন্তব্য করছেন রাজনীতির বিশ্লেষকরা।
এসব বিতর্কিত মন্তব্য করে মি ট্রাম্প রিপাবলিকান ভোটারদের বাহবা পেলেও তার সাম্প্রতিক মন্তব্যে স্বয়ং তার নিজের দল রিপাবলিকান পার্টিরই অনেক নেতা এখন তার সমালোচনা করছেন।
বারাক ওবামা প্রশ্ন তুলেছেন তারপরও কেন তাহলে রিপাবলিকান পার্টি তাকে প্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছেন।
ট্রাম্প
ট্রাম্প অবশ্য পাল্টা হিলারি ক্লিনটনকে অযোগ্য বলছেন।
বারাক ওবামা বলছেন, “এখন তাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত, বার বার যদি শক্ত ভাষায় বলতেই হয় যে, সে যা বলছে তা অগ্রহণযোগ্য তাহলে কেন তারা এখনো প্রার্থী হিসেবে তাকে সমর্থন দিচ্ছেন”
পুরো রিপাবলিকান পার্টিরই মান নিয়ে প্রশ্ন তুলেছেন মি ওবামা।
নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত কয়েক দিনে করা জনমত জরীপে দেখা যাচ্ছে জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্প ক্রমশই নিচে নামছেন।
তিনি অবশ্য পাল্টা হিলারি ক্লিনটনকে অযোগ্য বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.