আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

তারানা হালিম:তরুণ প্রজন্মকে উদ্ভাবনী শক্তির অধিকারী হতে হবে

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম এমপি বলেছেন, তরুণ প্রজন্মকে সৃষ্টিশীল ও উদ্ভাবনী শক্তির অধিকারী হতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তাদের বড় বড় স্বপ্ন দেখতে হবে। বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউএনডিপি এবং প্রধানমন্ত্রী দফতরের এটুআই প্রোগ্রামের যৌথ উদ্যোগে ‘ডিইউ এটুআই ইনফোগ্রাফিক্স কনটেস্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ‘সোস্যাল গুড সামিট’ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারানা হালিম মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে বলেন, সৃষ্টিশীল কাজেও তাদের নেতৃত্ব দিতে হবে। প্রতিমন্ত্রী পঠন-পাঠনের ক্ষেত্রে ইনফোগ্রাফিক্স ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এন এম জিয়াউল আলম, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর নিক বেরেস্ফোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সর্বসাধারণের কাছে তথ্য পৌঁছানো এবং এর সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বর্তমান যুগকে তথ্য-প্রযুক্তির যুগ হিসাবে আখ্যায়িত করে তিনি বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের ডিজিটাল মনস্ক হতে হবে। ডিজিটাল জনশক্তি সৃষ্টির ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েও বিশ্বমানের গ্র্যাজুয়েট গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানে তরুণ উদ্ভাবকদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করা হয়। পরে ডিইউ ইনফোগ্রাফিক্স প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.