আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শনিবার

হাঙ্গেরি সফরের অভিজ্ঞতা জানাতে শনিবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শনিবার বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন হবে। সংবাদ সম্মেলনে বরাবরের মতো দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন।

পানি সম্মেলন উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে গত ৩০ নভেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী। ২৭ নভেম্বর তিনি প্রথমবারের মতো হাঙ্গেরির প্রেসিডেন্ট জানোস এডারের আমন্ত্রণে দেশটিতে যান।

সেখানে প্রধানমন্ত্রী দুই দিনব্যাপী পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। পরে তিনি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক এবং প্রেসিডেন্ট জানোস এডারের সঙ্গে সাক্ষাৎ করেন।

শেখ হাসিনা বুদাপেস্টের সিটি পার্কে হিরোস স্কয়ারে হাঙ্গেরির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সফরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জানোস এডার আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন। তিনি বাংলাদেশ-হাঙ্গেরিয়ান বিজনেস অ্যান্ড ইকোনমিক ফোরামের উদ্বোধন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী তার সম্মানে ফোর সিজনস হোটেলে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.