আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা: ধর্মনিরপেক্ষতা মানে যা ইচ্ছা তা করা নয়:

ধর্মনিরপেক্ষতা মানে যা ইচ্ছা তা করা নয় ।আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে শ্রী শ্রী শচীঅঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ৭১-এর ধর্মনিরপেক্ষতা ও আইনের শাসন এখানে বহাল থাকবে। ধর্মনিরপেক্ষতা মানে যা ইচ্ছা তা করা নয়।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হামলার ঘটনার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, একটি পক্ষ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তবে প্রশাসন শক্ত হাতে দমন করায় তাদের এ ষড়যন্ত্র সফল হয়নি।

হবিগঞ্জের বিচারক ও ম্যাজিস্ট্রেটদের ভূয়সী প্রশংসা করে সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আমি হবিগঞ্জে যাদের নিয়োগ দিয়েছি, তারা অভিজ্ঞ। অপরাধীদের জামিন দেওয়ার প্রবণতা কমায় হবিগঞ্জে অপরাধ প্রবণতা অনেকটা কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.