আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

ফখরুল:নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার

আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করায় জনগ‌ণের নিরাপত্তা দি‌তে ব্যর্থ হয়েছে সরকার- এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সরকা‌রের দুর্বলতার কার‌ণে এম‌পি থে‌কে শুরু ক‌রে সাধারণ মানুষ হত্যা হ‌চ্ছে। কা‌রো জীব‌নের স্বাভা‌বিক মৃত্যূর গ্যারা‌ন্টি নেই।

এম‌পি লিটন হত্যায় বিএন‌পি-জামায়াত জ‌ড়িত ব‌লে সরকা‌রের পক্ষ বলা হ‌য়ে‌ছে, এর জবা‌বে তিনি বলেন, সরকার বরাবরই নি‌জে‌দের অপকর্মগু‌লো‌কে অন্যের ওপর চা‌পি‌য়ে দেয়। এর মাধ্য‌মে তারা ফায়দা লুট‌তে চায়।

মির্জা ফখরুল ব‌লেন, ছাত্রদল শহীদ প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমা‌নের মাজা‌রে ফুল দি‌য়ে শ্রদ্ধা জা‌নিয়ে শপথ নি‌য়ে‌ছে। দে‌শের গণতন্ত্র ফিরি‌য়ে আন‌তে বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়া‌কে সঙ্গে নি‌য়ে, তা‌রেক রহমা‌নের পরাম‌র্শে লড়াই ক‌রে যা‌বে ছাত্রদল।

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির ‌সি‌নিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভো‌কেট রুহুল ক‌বির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের সভাপ‌তি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ছাত্রদলের সহসভাপতি এজমল হোসেন পাইলট, আবু আল আতিক হাসান মিন্টু, নাজমুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মেহবুব মাছুম শান্ত, দফতর সম্পদক আবদুস সাত্তার পা‌টোয়ারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.