আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

ফেসবুকে ফেইক আইডি খুলে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হুমকি দিয়ে ব্ল্যাকমেইল !

ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, বিদ্বেষমূলক কথা বা হেট স্পিচ দিয়ে, ছবি বিকৃত করে, ভুয়া পেজ ও আইডি খুলে আজকাল হরহামেশা অনেককে হয়রানি করা হচ্ছে। অনেকে এসবের কারণে নিপীড়নের শিকারও হচ্ছেন। নিগৃহীত হচ্ছেন সামাজিকভাবে। অনেকের জীবন হুমকির মধ্যে পড়েছে। কারও সম্পর্ক ভাঙছে, ভাঙছে সংসারও।

ফেসবুকে ফেইক আইডি খুলে ব্যক্তিগত ছবি ছড়িয়ে হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করে একটি চক্র । ঔ আইডি দিয়ে চাঁদা দাবি করছে চক্রটি । আর চাঁদা না দেওয়ায় কয়েকজনের ফেসবুকে আপত্তিকর পোস্ট করে জুড়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে৷
ফেসবুক ফেইক আইডি শিকার এমন কয়েকজন শিক্ষার্থী অভিবাভক তাঁদের এ ভোগান্তির কথা তুলে ধরেছেন৷ আতঙ্কিত কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকেরা মান সম্মানের কথা তিন্তা করে কাউকে অবহিত করেননি৷
ভুক্তভোগী শিক্ষার্থীরা বলছেন, বেশ কিছু দিন আগে থেকে শুরু হয়ে এ সমস্যাটি দিন দিন বেড়েই চলছে৷
খোঁজ নিয়ে জানা গেছে, কৌশলে একজনের ফেসবুক অ্যাকাউন্ট নাম দিয়ে ওই অ্যাকাউন্টের বন্ধু তালিকায় ঢুঁ মারছে চক্রটি।
যোগাযোগ করা হলে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সচিব সরওয়ার আলম বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে অভিযোগ এলে ভালো। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাওয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি।’ তিনি জানান, ‘তবে কেউ যদি ব্যক্তিগতভাবে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ জানান তাহলে কমিশন তাদের সহযোগিতা করে থাকে, সমাধান পাওয়ার পথ দেখিয়ে দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.