আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বাংলাদেশে ৩৫ নিউজ ওয়েব সাইট বন্ধের নির্দেশ

বাংলাদেশে কর্তৃপক্ষ অন্তত ৩৫ টি নিউজ ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।
দেশটির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি বলছে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্টের কারণেই এগুলো বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদ বিবিসিকে বলেছেন সরকার থেকে একটা নির্দেশনা আসছে যে এসব অনলাইন পোর্টালে অনেক বিভ্রান্তিকর ও আপত্তিকর কথাবার্তা আসে।
“সেজন্য আমাদের নির্দেশনা দেয়া হয়েছে এগুলো বন্ধ করার জন্য”।
বন্ধ করে দেয়া ওয়েবসাইট গুলোর মধ্যে আমার দেশ অনলাইনও রয়েছে
বন্ধ করে দেয়া ওয়েবসাইট গুলোর মধ্যে আমার দেশ অনলাইনও রয়েছে।
ধর্মীয় উস্কানির অভিযোগে আমার দেশ পত্রিকার মুদ্রিত প্রকাশনার অনুমোদন আগেই বাতিল করা হয়েছে।
ওদিকে বিটিআরসির নির্দেশনা পাওয়ার পরপরই ইন্টারনেট গেটওয়ে অপারেটররা এসব ওয়েবসাইট ব্লক করে দিয়েছে।
বন্ধ হয়ে যাওয়া পোর্টাল গুলো হলো – আমারদেশ অনলাইন, শীর্ষ নিউজ, আরটিনিউজ২৪, হক কথা ডটকম, মাই নিউজ বিডি, লাইভ খবর, আরআইখান, নতুনের ডাক, সিলেট ভয়েস, সময়বাংলা, প্রথম নিউজ, বাংলা লে-টেস্ট নিউজ, বিডি মনিটর, বিডি আপডেট নিউজ, নিউজ ডেইলি, দৈনিক আমার দেশ ডট কম, অন্য জগত২৪.কম, আমার বাংলাদেশ অনলাইন, দেশ বিডি ডট নেট, ক্রাইম বিডি নিউজ, নতুন সকাল, শীর্ষ খবর ডট কম, দিনকাল অনলাইন ডট কম, সারা বাংলা ডট কম, পার্সটুডে ডট কম, উইকলি সোনার বাংলা এবং ২৪বাংলানিউজব্লগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.