আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বাউফলে ৪০ ঘণ্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

এম মনিরুজ্জামান হিরোন.বাউফল: পটুয়াখালীর বাউফলে ৪০ ঘন্টার মধ্যে হত্যা মামলার প্রধান আসামী বরিশাল থেকে গ্রেপ্তার করেছে বাউফল থানা পুলিশ।

জানাযায়, গত ৯ এপ্রিল সাহিদা বেগম তার ঘরের সামনে কচুরিপানা শুকাতে দিলে তার ঠিক উপরে তারের উপর ভিকটিমের ভাবী একটা কম্বল শুকাতে দেয়ায় কচুরিপানা ভিজে যায়। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ এপ্রিল রাত আনুমানিক ২.৩০ মিনিটের দিকে বাউফল থানার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত নুরুল ইসলাম শিকদারের তিন ছেলে রেদওয়ান (১৯), আবদুল্লাহ (১৬) ও ফয়সাল (১৩) দের উপর তাদের নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় পাশের বাড়ির আলম এর ছেলে ইমরান (১৮) চাকু দিয়ে উপুর্যপুরি আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসার পথে গুরুতর জখম অবস্থায় রেদওয়ান মারা যায়। গুরুতর আহত আবদুল্লাহ এবং ফয়সালকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সংক্রান্তে বাউফল থানায় মামলা রুজু হয়। ওইদিনই মূল অভিযুক্ত ইমরানের মা সাহিদা বেগমকে গ্রেপ্তারপূর্বক কোর্টে প্রেরণ করা হয়।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার এসআই সাইদুর রহমান হাসানের নেতৃত্বে একটি চৌকস দল গত ২৮ এপ্রিল দিবাগত রাতে বরিশাল মেট্রোর কোতোয়ালি থানাধীন তরমুজ পট্টি এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন জানিয়েছেন, হত্যা মামলার প্রধান আসামি ইমরানকে বরিশাল থেকে গ্রেফতার করা হয়েছে। আসামি ইমরান বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে এবং তার দেখানো মতে একটি পুকুর থেকে ভিকটিমের ব্যবহৃত বাইসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.