আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বাকেরগঞ্জের পায়রা নদীতে মৎস্য অবমুক্ত করলেন রেঞ্জ ডিআইজি।

মোঃ বশির আহাম্মেদ : বরিশাল জেলা পুলিশের আয়োজনে বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট সংলগ্ন ফেরি ঘাট এলাকায় পায়রা নদীতে রুই,কাতলা,মৃগেল,মিনার কার্প, থাইপুটি, তেলাপিয়া ও পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির ১০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল দশটায় জেলা পুলিশের পক্ষে বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম,পিপিএম বার বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল আনোয়ার সাঈদ ও বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম এই পোনা মাছ অবমুক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন-জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, ভরপাশা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ডিআইজি মো: শফিকুল ইসলাম বলেন, ‘বরিশাল জেলা পুলিশ প্রতি বছরই উন্মুক্ত নদীতে পোনা মাছ অবমুক্ত করে। এটা আমাদের সম্পূর্ণরূপে মাছে ভাতে বাঙালি হওয়ার একটি চলমান প্রক্রিয়া যা বরিশাল জেলা পুলিশের একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে ব্যাপক জনসচেতনতাও তৈরি হবে বলে আমার বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.