আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

যমুনা রেলওয়েসহ ১২ প্রকল্প অনুমোদন

যমুনা রেলওয়ে সেতুসহ ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয় ।

১২টি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭১২ কোটি টাকা।

এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন আইএমইডির সচিব ফরিদ উদ্দিন আহমেদ এবং শিল্প ও শক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব জুয়েনা আজিজ।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আগামীতে আরও বড় প্রকল্প আসবে। এসব প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের চেহারা বদলে যাবে।

অনুমোদিত প্রকল্প গুলো হচ্ছে, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি ৯২ লাখ ৯১ হাজার টাকা। স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (ফেজ-১) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১০৭ কোটি ৯৩ লাখ টাকা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও গবেষণা সক্ষমতা শক্তিশালীকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৩৭৫ কোটি ৭১ লাখ টাকা।

জাতীয় ডাইজেস্টিভ ডিজিজেস রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২১৬ কোটি ২৬ লাখ টাকা।

ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ২০ হাজার ৫০১ কোটি ৫২ লাখ টাকা।

চট্রগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৬২ কোটি ৩৮ লাখ টাকা।

বাংলাদেশ (ভেড়ামারা) ভারত (বহরমপুর) বিদ্যমান গ্রীড আন্ত:সংযোগের ক্ষমতা বর্ধিতকরণ (৫০০ মেগাওয়াট) প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৭৭ কোটি ৯২ লাখ টাকা।

আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৭৭৬ কোটি ১১ লাখ টাকা।

যমুনা রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা।

সমগ্র দেশে শহরও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৭৩১ কোটি ৮৬ লাখ টাকা।

মধ্য-পশ্চিমমাঞ্চলীয় জলাভূমি ব্যবস্থাপনা ও জীবনমান উন্নয়ন প্রকল্প, এর ব্যয় ধরা ৭৮০ কোটি টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৬১৯ কোটি ৪৬ কোটি টাকা।

চট্রগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বন্যা ও জলাবদ্ধতা ক্ষতিগ্রস্ত রাস্তাসমূহের উন্নয়ন এবং নালা প্রতিরোধ দেয়াল, ব্রীজ ও কালভার্ট এর নির্মাণ পুন: নির্মাণ প্রকল্প, এর ব্যয় ধরা হয়েছে ৭১৬ কোটি ২৮ লাখ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.