আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

রাণীশংকৈলে জমি নিয়ে সংঘর্ষের মামলায়-১০ আসামী গ্রেফতার

মাহাবুব আলম (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভরনিয়া-সম্পদবাড়ি গ্রামে গত ৬ আগষ্ট জমি দখলকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষের মামলায় ঐ দিনই ১ জনকে এবং ৭ আগস্ট শুক্রবার ৯ জনসহ মোট ১০ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, সম্পদবাড়ি গ্রামের আবু হানিফার ছেলে গোলাম রব্বানী (ভংলা)(২২) একই গ্রামের খিজমত আলীর ছেলে মুসলিম উদ্দিন (মুক্তি) ( ৪৮), ইব্রাহিমের ছেলে আতিকুর ( ৩৩ ), ইব্রাহিমের ছেলে নুর আলম (কালু)(৩৫), আবু হানিফের ছেলে হালিম (৩৫), মৃত দিলাবরের ছেলে ইব্রাহিম (৫৫), দিলাবরের ছেলে সোলেমান (৬৫), সোলেমানের ছেলে মাহাবুব (৩১), মাহাবুবের
স্ত্রী ফাতেমা বেগম (২৫) ও নূর আলমের স্ত্রী রোজিনা বেগম (২৭)। এদের সকলকে এদিন বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত : গত ৬ আগস্ট বাড়িবসতের জমি দখলকে কেন্দ্র করে উপজেলার ভরনিয়া সম্পদবাড়ি গ্রামের ইসমাইল হোসেন ওরফে নাবালক চেয়ারম্যান ও একই গ্রামের মুশা মাস্টার এ দু’পক্ষের মধ্যে প্রচন্ড মারপিটের ঘটনা ঘটে। এতে চেয়ারম্যান পক্ষের একজন মারা যায় এবং দু পক্ষের ১৬ জন আহত হয়। এ ঘটনায় ইসমাইল হোসেন নাবালক চেয়ারম্যান । বাদী হয়ে ঐদিন রাতে মুশা মাস্টারসহ ১৪ জনের নামে থানায় বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.