আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

রাষ্ট্রপতির যুক্তরাজ্যের আরো বেশী বিনিয়োগের আহ্বান

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে আরো বেশী বিনিয়োগ করার জন্য যুক্তরাজ্যে বসবাসকারী ও অনাবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
যুক্তরাজ্যের ৫ সদস্য বিশিষ্ট লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ (এলইবি) দলের প্রতিনিধিরা বঙ্গভবনে দেখা করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।
রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে ও ব্যবসা বাণিজ্যের প্রসারে কাজ করারও আহবান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন বৈঠক শেষে এক প্রেস ব্রিফিং এ কথা জানান।
রাষ্ট্রপতি লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রতিনিধিদলের নিয়মিত বাংলাদেশ সফর ও দু’দেশের সরকার এবং জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করায় সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি অনিবাসী বাংলাদেশীদের বিদেশে দেশের ভাবমূতি উজ্জ্বল করতে দেশের পক্ষে “শুভেচ্ছা দূত” হিসাবে কাজ করার আহবান জানান।
যুক্তরাজ্যের প্রতিনিধিদল দেশকে পর্যায়ক্রমে অভূতপূর্ব উন্নয়নের ধারায় নিয়ে যাওয়ার লক্ষে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের প্রশংসা প্রকাশ করেন।
তারা স্থি’তিশীল উন্নয়নের জন্য দু’দেশের মধ্যকার প্রযুক্তিগত সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
প্রতিনিধিদলে নেতৃত্বদেন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ড. রূপা হক, এমপি। সদস্যদের মধ্যে ছিলেন- সাবেক কাউন্সিলর খলিল কাজি ওবিই, লন্ডন টি এঞ্জেস এর প্রধান নির্বার্হী অলিউর রহমান, চক্ষু বিশেষজ্ঞ ডা: শাহ এমডি রেজাউল করিম এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রতিনিধি আবিদা ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.