আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

রুপা ।স্বর্ণের অলঙ্কারের বিকল্প।

সাজসজ্জার অন্যতম উপকরণ অলঙ্কার। কোনো সাজই পূর্ণতা পায় না, যদি অলঙ্কার না থাকে। যেকোনো উৎসব অনুষ্ঠানে তো বটেই, এমনকি প্রতিদিনের সাজেও কোনো-না-কোনো অলঙ্কার নারীর সাজের অংশ হয়ে থাকেই। সেটা ছোট এক জোড়া দুল হোক অথবা আংটি কিংবা একটা চেইন। বিয়ের কনের বেলাতে গয়না সবচেয়ে গুরুত্বপূর্ণ। গা-ভরা গয়না ছাড়া কি মানায় বিয়ের কনে! স্বর্ণের দুর্মূল্যের বাজারে গয়না কেনা এখন আর সহজ কথা নয়। কিন্তু তাই বলে কি অলঙ্কারে সাজবেন না নারী! তাই তো বিকল্প হিসেবে এসেছে রুপার তৈরি অলঙ্কার। স্বর্ণের অলঙ্কারের বিকল্প হিসেবে রুপার কদর সবচেয়ে বেশি। যদিও রুপার অলঙ্কারও আদালাভাবে বেশ প্রচলিত। অনেকেই রুপার অলঙ্কার পরতে পছন্দ করেন।

অলঙ্কার তৈরিতে রুপার কদর বেশি হওয়ার কারণ হলো, রুপা দিয়ে স্বর্ণের মতোই ইচ্ছেমতো যেকোনো অলঙ্কার তৈরি করা যায় এবং দামেও সাশ্রয়ী হয়। তাই রুপার গয়নার এত চাহিদা।
এ সময়ে রুপা দিয়ে সুন্দর সুন্দর অলঙ্কার তৈরির প্রচলন হয়েছে। রুপা দিয়ে তৈরি অলঙ্কার চমকে দিচ্ছে শৌখিন ব্যবহারকারীদেরও। সামর্থ্যরে মধ্যে হওয়ায় হারিয়ে যাওয়া অনেক গয়নাও ফিরে এসেছে। এর বদৌলতে গয়নায় এসেছে অনেক বৈচিত্র্য। হার, সীতাহার, চোকার, চিক, নেকলেস, ঝুমকা, ইয়ারিং, ঝাপটা, টিকলি, ব্রেসলেট, চুড়ি, রত্নচুর, মানতাসা, পায়েল, কোমরবন্ধ- আরো কত নাম যে রয়েছে অলঙ্কারের বলে শেষ করা কঠিন। তবে সময়ের পরিবর্তনের সাথে মিল রেখে রুপার গয়নার ডিজাইনে এসেছে ব্যাপক পরিবর্তন। পুরনোর সাথে আধুনিকতার মিশেলে গয়নায় এসেছে অভিনবত্ব। রুপার অলঙ্কার এখন অনেক আকর্ষণীয়। নতুন নতুন ম্যাটেরিয়াল যোগ হচ্ছে রুপার সাথে। পান্না, রুবি, টারকোয়েজ, মুক্তা প্রভৃতি স্টোন যোগ করে তৈরি হচ্ছে নতুন নতুন ডিজাইনের গয়না। আমেরিকান ডায়মন্ড বেশি দেখা যায় এ সময়ের ডিজাইনগুলোতে। এ ছাড়া কুন্দন, বিডস, মুক্তা টার্সেলÑ এগুলো ব্যবহারের মাধ্যমেও রুপার অলঙ্কারে আনা হচ্ছে নতুনত্ব। শুধু উপাদান নয়, রুপার রঙেও এসেছে পরিবর্তন। ঝকঝকে রুপালি রঙের পাশাপাশি গোল্ড, কপার, ব্রোঞ্জ, অক্সিডাইস প্রভৃতি রঙের প্রলেপ দিয়ে তৈরি হচ্ছে রুপার গয়না, যা রুপার অলঙ্কারকে করে তুলছে আরো আকর্ষণীয়।
মেয়েদের পাশাপাশি ছেলেরাও এখন তৈরি করে নিচ্ছে রুপার তৈরি বিভিন্ন শৌখিন জিনিস। বিশেষ করে ব্রেসলেট। তাই ছেলে-মেয়ে উভয়ের কাছেই রুপার অলঙ্কার বেশ জনপ্রিয়।

রুপার গয়নার যত্ন
– পানি, হাওয়া ও উত্তাপ থেকে গয়না দূরে রাখুন।
– গোল্ড প্লেটেড গয়না কাঠ বা কাচের আলমারিতে রাখুন। প্লেটিং ভালো থাকবে।
– রুপার গয়না রাখার জন্য সুতির ব্যাগ ব্যবহার করুন।
– ব্যাগে এক টুকরা কর্পূর রেখে দিলে রুপাতে কালচে দাগ পড়বে না।
– গয়না পরার আগে মেকআপ ও পারফিউম লাগিয়ে নিন। গয়নায় যেন এগুলোর ছোঁয়া না লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.