আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

সোনার দাম আরো কমল

১৫ দিনের মধ্যে দেশের বাজারে ফের সোনার দাম ফের কমল। আন্তর্জাতিক বাজারে দাম কমা অব্যাহত থাকায় দেশের বাজারে এ প্রভাব পড়েছে। মানভেদে ভরিতে সর্বোচ্চ কমেছে এক হাজার ১৬৭ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ জানানো হয়েছে। নতুন মূল্য বুধবার থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বাজুসের কার্যনির্বাহী কমিটি সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, সোনার দাম কমলেও রূপার দাম স্থিতিশীল রয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ২১ নভেম্বর ভরিতে সোনার দাম সর্বোচ্চ ৯৯২ টাকা কমেছিল।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৪ হাজার ৭৯০ টাকা। বুধবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪২ হাজার ৬৯০ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৭ হাজার ৩৩ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেট ৩৭ হাজার ৯০৮ টাকা।

ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ১০৮ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১৬৭ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৮৭৫ টাকা কমেছে।

বুধবার থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৪ হাজার ২৮ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৫ হাজার ১৯ টাকা। এক্ষেত্রে দাম কমেছে ৯৯১ টাকা।

তবে রূপার (ক্যাডমিয়াম) দাম স্থিতিশীল আছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এক হাজার ৫০ টাকাই থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.