আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

১৮ আগস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৬ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। মামলায় ৩৬ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

এদিন মামলার সাক্ষী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা কামাল মজুমদার, বিনিয়োগ বোর্ডের পরিচালক তৌহিদুর রহমান খান ও সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রী কার্যালয় শাখার সাবেক হিসাবরক্ষক আব্দুল বারেক ভুইয়াকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

জেরা শেষে সাক্ষ্য প্রদান করেন সোনালী ব্যাংকের গুলশান শাখার প্রিন্সিপাল অফিসার সোহরাব উদ্দীন ও গাবতলীর ইউএনও শাহ রেজাউল হায়াত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.