আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

২২বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা

বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বরকতউল্লাহ বুলু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ বিএনপির ২২ নেতাকর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।
যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও রয়েছেন।
এ মামলায় কারাগারে থাকা হাবিব উন নবী খান সোহেলের জামিন আবেদন এদিন নাকচ করে দেন বিচারক।
রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের (১ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল) বিচারক মো. কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারির আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল জানিয়েছেন।
তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আগামী ২৭ জানুয়ারি পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

জামিনে থাকা আমানুল্লাহ আমান, রাজীব আহসান, জয়নুল আবেদীনসহ পাঁচজন আগের ফের জামিন পেয়েছেন। এছাড়া এম কে আনোয়ার, শওকত মাহমুদ অসুস্থতার কারণ দেখিয়ে সময় চাইলে তাদের আবেদন মঞ্জুর হয়।
গত বছর ১৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবোরোধের মধ্যে শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া ও চালক রফিকুল ইসলামকে হত্যা চেষ্টার অভিযোগে পল্টন থানার এসআই মমিনুল ইসলাম এ মামলা করেন।
গত বছরের ৩০ এপ্রিল ৩০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন একই থানার এসআই রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.