আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

৫২ লাখ ৫৮ হাজার ৪৮৪ জন দেশের প্রান্তিক জনসংখ্যা

দেশের প্রান্তিক জনগোষ্ঠির সংখ্যা ৫২ লাখ ৫৮ হাজার ৪৮৪ জন ।
নয় পেশার লোকদের জন্য সরকার বিশেষ প্রকল্প নিচ্ছে সরকার। এগুলো হচ্ছে, বেদে, জেলে, কামার, স্বর্ণকার, বাঁশ ও বেত প্রস্তুতকারক, কাঠ মিস্ত্রি, ঘোষ এবং নাপিত।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, সারা দেশে বেদে পরিবার রয়েছে ১৫ হাজার ২৬২টি, এসব পরিবারে জনসংখ্যা ৬৯ হাজার ২১ জন। সারা দেশে কুমোর পরিবার রয়েছে ৩১ হাজার ৭৪২টি, এসব পরিবারের জনসংখ্যা ১ লাখ ৫১ হাজার ৫৯৮ জন। সারা দেশে জেলে পরিবার রয়েছে ৭ লক্ষ ৭৯ হাজার ৪৬২টি, এসব পরিবারে জনসংখ্যা ৩১ লক্ষ ৯ হাজার ৯৩৩ জন।

সারা দেশে কামার পরিবার রয়েছে ৩২ হাজার ৪৫৩টি, এসব পরিবারে জনসংখ্যা ১ লক্ষ ৩৮ হাজার ১৯৩ জন। সারা দেশে স্বর্ণকার পরিবার রয়েছে ৪৪ হাজার ৮৮৭টি, এসব পরিবারের জনসংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৯৬২জন। সারা দেশে বাঁশ ও বেত প্রস্তুতকারক রয়েছে ৮১ হাজার ৫৯৯টি, এসব পরিবারে জনসংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার ৯৯২ জন।

সারা দেশে কাঠ মিস্ত্রি জনসংখ্যা রয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৩৯৭টি, এসব পরিবারে জনসংখ্যা রয়েছে ৭ লক্ষ ২৫ হাজার ৬০১ জন। সারা দেশে ঘোষ পরিবার রয়েছে ৫৩ হাজার ৬৯৭টি, এসব পরিবারে জনসংখ্যা ২ লক্ষ ১০ হাজার ৭০০ জন। সারা দেশে নাপিত পরিবার রয়েছে ৮১ হাজার ২২১টি, এসব পরিবারে জনসংখ্যা ৩ লক্ষ ৩০ হাজার ৪৮৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.