আজ : ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

ফের অশান্ত হতে পারে বরিশাল সিটি করপোরেশন

বরিশাল অফিস : বকেয়া বেতন প্রদানসহ নানা দাবীতে কর্মকর্তা-কর্মচারীরীদের আন্দোলনে ফের অশান্ত হতে পারে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি)। ক্ষুদ্ধ কয়েকশত কর্মকর্তা-কর্মচারী গতকাল রোববার দুপুরে একজোট হয়ে ৩১ জুলাই পর্যন্ত আল্টিমেটাম দিয়ে মেয়র আহসান হাবীব কামালকে স্মারকলিপি প্রদান করেনে। পরিস্থিতি অনুধাবন করতে পেরে মেয়র কামাল তাৎক্ষনিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের দাবী মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে কর্মকর্তা-কর্মচারীরা জানান, দাবী আদায়ে ৩১ জুলাই পর্যন্ত তারা প্রতিদিন প্রতীকি কর্মসূচী পালন করবেন। ১ আগষ্ট থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচী দেবেন। বেলা ১২টায় নিয়মিত-অনিয়মিত কয়েকশত কর্মচারীরা একজোট হয়ে তাদের দাবী সম্বলিত স্মারকলিপি নিয়ে মেয়র আহসান হাবীব কামালের কক্ষে গিয়ে তার কাছে স্মারকলিপি প্রদান করেন। মেয়র কামাল বলেন, কর্মকর্তা-কর্মচারীরা তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তাদের দাবীগুলো নিয়ে আলোচনার জন্য আগামী মাসিক সভায় উত্থাপন করা হবে। এছাড়া ২ মাসের বকেয়া বেতন প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। পদোন্নতি এবং পদায়ন নিয়ে কর্মকর্তা-কর্মচাীদের ক্ষোভ প্রসঙ্গে মেযর বলেন, তাদের কাজেও তিনি (মেয়র) সন্তুুষ্ট নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.