আজ : ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বরিশাল এয়ারপোট বাদলাগ্রামে প্রতিপক্ষকে ঘায়েল করতে খড়ের পালায় আগুন,বসত ঘর ভাংচুর

বরিশাল অফিস : বরিশাল এয়ারপোট থানার মাধবপাশা ইউনিয়নের বাদলা ( শ্রীনগর ) গ্রামের প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজ খড়ের পালায় আগুন ও বসত ঘর ভাংচুর করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়াগেছে । শনিবার (১৩ মে) সকাল ১০ টায় এ ঘটনা ঘটে । অভিযোগ সূত্রে জানাযায় , সরকারের কাছ থেকে ৯২ শতক জমি বন্দবস্ত পায় মৃত : আমির আলী সরদার ও সবের আলী খলিফা । তাদের বন্দবস্ত পাওয়া জমিতে জর্বর দখল করে আলাউদ্দিন তালুকদার নামে এক ভূমিদস্যু দির্ঘ বছর যাবত নিজের আয়েত্তে রেখে মোটা অংকের চাদা দাবী করে আসছে । জমির কাছে গেলে স্ত্রী হত্যা মামলার জেলা খাটা আসামী আলাউদ্দিন তালুকদার সহ তার সঙ্গপাংগ নিয়ে গাছ কাটা দা হাতে নিয়ে বসে থাকে ভয়ে বন্দবস্ত পাওয়া নিরিহ লোক আমির আলির ছেলে আকবর তার পরিবারদের নিয়ে জমির কাছে যেতে পারেনা । এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে । এ ঘটনায় শনিবার সকালে সরকারের কাছথেকে বন্দবস্ত পাওয়া মৃত : আমির আলী সরদার ও সবের আলী খলিফা গংরা জমির কাছে গেলে ভূমিদস্যু আলাউদ্দিন তার লোক জন ও ভাড়াটে পুলিশ দিয়ে পিটিয়ে , কুপিয়ে গুরুত্বর জখম করে । এতে ৩ জন আহত হয়েছে । আহতরা হলেন বেল্লাল সরদার (৩৫) ,বাবুল দুয়ারী (৩২) ও সাহিদা আক্তর । এর মধ্যে স্থানীয়রা বেল্লাল সরদার উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করায় । এদিকে এয়ারপোট থানার এস আই সুলতানের নামে অভিযোগ উঠেছে , মোটা অংকের টাকার চুক্তির মাধ্যমে আলাউদ্দিনের পক্ষ নিয়ে ঘটনার দিন উপস্থিত থেকে নিজে দা- হাতে নিয়ে ঘুরাতে থাকে তাতে বেল্লালের হাতে লোগে কেটে যায় ।বেল্লাল মাটিতে পরে যায় । এতে জনমতে প্রশ্ন বৃও হয় এক জন আইনশৃঙ্খল বাহীনির সদস্য প্রকাশ্য দিবালকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য । এতে করে সরকারের ভাবমূতি ক্ষন হয় । এ ব্যাপারে আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন , আমি পুলিশের এস আই সুলতানকে ভাড়া করে আনি নাই সে আগুন দেখতে পেয়ে এমনিতে এসেছে । এদিকে ভুক্ত ভুগি পরিবারের দাবী প্রশাসনের শীর্ষ কর্মকতার মাধ্যমে সুষ্ঠ তদন্ত করে সরকারের বন্দবস্ত পাওয়া জমিটুকু ভূমিদস্যু আলাউদ্দিনের জর্বর দখল থেকে আমাদের বুঝিয়ে দেওয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.