আজ : ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

বিধবা অসহায় হামিদা বেগম এর কান্নাদেখার কেউনেই

বরিশাল অফিস : বরিশালের কাশিপুর ছয় মাইল ইউনিয়নের কলশ গ্রামে ক্রয় কৃত জমিতে দীর্ঘ কয়েক যুগ ধরে বসবাস করে আসলেও স্বামীর মৃত্যুর পর অসহায় পরিবারকে বিভিন্ন সময় ভয় ভিতি দেখিয়ে ঘড় বাড়ী ছেড়ে যেতে হুমকি দিয়ে আসছে প্রভাব শালী মহল। ঘর বাড়ী ছেড়ে না যাওয়ায় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানীর সিকার হতে হয়েছে অসহায় পরিবারটিকে । এদিকে আলাউদ্দিন হাং , আবদুস সত্তার হাং , আবুল কালাম এর নেতৃত্বে বিভিন্ন সময় হুমকি ধামকি ও বিভিন্ন মামলায় জড়িয়ে দিচ্ছে পরিবারটিকে । অন্য দিকে বিধবা অসহায় হামিদা বেগম দু মুটো ভাত খাওয়াবে সন্তানদের পড়ালেখা করাবে তাও সঠিক মত করাতে পারছেনা । অসহায় পরিবারটিকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে যাহার দেওয়ানী মোকদমা নং ১৩৪/১৫ ইং এটা তাদের ক্রয় কৃত জমি ও স¦পক্ষে ডিগ্রিও আছে । ভুক্তভোগি পরিবার শাহ আলম হাওলাদারের স্ত্রী হামিদা বেগম জানায় , আমার স্বামী ২০০৭ সনে মৃত্যু বরন করার পর থেকেই আলা উদ্দিন বিভিন্ন সময় নিজে সহ নিজস্ব লোকজন দিয়ে জমিও ঘর বাড়ী দখলে নেওয়ার পায়তারা চালিয়ে আসছে । বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর সিকার ও করিয়াছে । কিছু দিন পূর্বে আমার সন্তানের বিরুদ্ধে অন্যের মামলায় নাম ঠুকিয়ে দিয়েছে । মামলার বাদী পক্ষ আমার সন্তানকে আদও চিনেনা । রাত গভির হলে ঘরের দিকে ইট পাঙ্কেল নিক্ষেপ করে বলে আলাউদ্দিনের আরেক সহোযোগী শাজাহান আমি দেখবো এই জমিতে কেমন করে থাক । আজ দিয়েছি মামলা কাল দিব নিউজ এর পর যদি জমিছেড়ে না দাও মেরে কীর্ত্তনখোলা নদিতে লাশ ভাসিয়ে দিব কেউ খুজে পাবেনা । হামিদা বেগম কান্না জরিত কন্ঠে আরো বলেন , আমি আজ নিরাপত্তাহীনতায় ঝুকছি কোন দিন সন্ত্রাসীর মাধ্যমে আমাকে মেরে ফেলে এই ভুমিদস্যু বাহিনীর হাত থেকে বাঁচার জন্য আইনী সহযোগীতার জোর দাবী জানায় । স্থানীয়রা জানায়,এই ভোগ দখলিয় জমিতে দির্ঘ দিন হামিদা বেগম বসবাস করে আসছে । এটা তাদের ক্রয় কৃত জমি ও স¦পক্ষে ডিগ্রিও আছে । আলাউদ্দিন , আ ঃ সত্তার , আবুল কালাম বিভিন্ন অসহায় পরিবারদেরকে হয়রানী করে জমি দখলের পায়তারা চালায় বলে অনেকের অভিযোগ রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.