আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

উজিরপুরে ভূমিদস্যু’র অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী হাপ ডর্জন মামলা নিয়ে ঘুরে বেড়ায় পুলিশের সামনে

বরিশাল অফিস : জমি জর্বর দখল ,গাছ কর্তন চাঁদাবাজী আশঙ্খা জনক ভাবে দিন দিন বেড়ে চলছে । সূত্র জানায়, সহজ সরল মানুষদের প্রতরনা করে জমির প্রকৃত মূল্য না দিয়ে এক মাত্র বষতি বিটা দখলে নিয়েছে ভূমি দস্যুরা । জমির প্রকৃত মালিক জমি বিক্রি করতে না চাইলে মামলা হামলা এবং কি হত্যা করে লাশ গুম নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে । বিভিন্ন দফপ্তরে ভূমি দস্যুদের নামে অভিযোগ দিয়ে কোন সুফল পায়নি ভুক্ত ভুগিরা । থানা পুলিশকে ম্যানেজ করে বেপরোয়া ভাবে জমি দখলের পায়তারা চালায় এ চক্রটি । বরিশাল উজিরপুর জয়শ্রী গ্রামের ভূমিদস্যু দালাল সন্ত্রাসী হাবিবের অত্যাচারে অতিষ্ঠ এলাকার শান্তি প্রিয় নারী পুরুষের মধ্যে আতংক বিরাজ করছে ।এনেহ কোন সন্ত্রাসী কাজ নেই যা হাবিব করেনা । এলাকাবাসী অভিযোগ করে বলে, ভূমি দস্যু মাদক ব্যাবসায়ী সন্ত্রাসী হাবিবের অত্যাচারে কেউ কেউ বাড়ী ঘর ছেরে অনত্র্য পালিয়ে বেড়াচ্ছে । উজির পুর থানার কিছু অসাধু পুলিশ ম্যানেজ করে দিনের পর দিন সন্ত্রাসী কর্মকান্ড ভূমি জর্বর দখল মাদক ব্যাবসা জমজমাট ভাবে চালিয়ে আসছে হাবিব ও তার সঙ্গপাংগরা । হাবিবের ডান হাত হিসাবে বাদশা সরদার । অভিযোগ উঠেছে , জয়শ্রী গ্রামে জালিশের বাড়ী জর্বর দখল করে,তারা বাড়ী নতুন শিকার পুর আদালতের নির্ষেধাজ্ঞা অমান্য করে এস আই জসিম উদ্দিনের সহযোগীতায় দেড় লক্ষ টাকার গাছ কর্তন করে নেয় যাহার মামলা নং -৯৩/০৩ । কিছু দিন আগে এক বিধপা হিন্দু মহিলার জমি জালিয়াতী করে নেওয়ায় জুতা পেটা করে ঔ নারী । স্থানীয় হানিফ হাওলাদারের কাছে চাঁদা দাবী করে হাবিব । তাছলিমা নামক এক নারীর কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করলে সেই নারী হাবিবকে ১ লক্ষ টাকা দেয় তাতে ও ক্ষান্ত হয় না হাবিব বাকী ৪ লক্ষ টাকার জন্য হুমকি দিয়ে আসছে । একাধীক মামলায় জেল খেটে আইনের ফাঁক ফুকর দিয়ে বেড়িয়ে এসে পুর্নরায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে । হাবিবের খুটির জোড় কোথায় ? একাই এখন মানুষের প্রশ্ন বৃদ্ধ । এদিকে এলাকার শান্তি প্রিয় নারী পুরুষে প্রশাসনের কাছে দাবী হাবিবকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হউক । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.