আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

উজিরপুরে শিকারপুর ইউপি নির্বাচনের ভোটারদের আতংক

বরিশাল অফিস : আসন্ন উজিরপুরের শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারন ভোটারদের মাঝে আতংক দেখা দিয়েছে। সূত্র জানায় , শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সর্বহারা , বি.এন.রি, জামায়াত-সিবির ও ক্ষমতাশীন দলের দাগী আসামীরা সক্রিয় হয়ে ইঠেছে । ইতির মধ্যে মিছিল ভোটারদের দ্বারে দ্বারে মোটর বাইকে চসে বেড়াচ্ছে প্রাথীদের সংঙ্গপাংগরা । সাধারন ভোটারদের কেউ কেউ মনে করছে আমাদের চয়েজ এবং যোগ্য প্রাথীদের দেখা না মেলায় ঔ সকল চাঁদাবাজ সর্বহারা সক্রিয় সন্ত্রাসীরা এ সুযোগ কাজে নাগিয়ে আগাম হুমকির বার্তা দিচ্ছে । যার কারনে নির্বাচনি আমেজ ভোটারদের মাজে দেখা যায়নি । জেলা নির্বাচন অফিস সূত্র জানা যায় , এ ইউনিয়ণে ২০০৩ সালের নির্বাচনের পর পৌরসভার জটিলতার কারনে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি । সাধারন ভোটাররা তাদের ভোট অধিকার থেকে বঞ্চিত ছিল । এ ব্যাপারে জেলা রিটানিং অফিসারের সাথে আলাপ করলে তিনি জানায় , মনোয়ন পত্র দাখীল করার আগে কোন সম্ভব্য প্রাথী এলাকায় প্রভাব বিস্তার , মিছল চসে বেড়ানো বে -আইনী । মনোয়ন পত্র যাছাই-পতিক বরাদ্ধর পর ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতে পারবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.