আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

ঘুষ,দূর্নীতি,অনিয়মে জরজরিত উজিরপুর রেজিষ্ট্রি অফিস !! দালাল চক্ররা সক্রিয়

স্টাফ রিপোটার: ঘুষ ,দূনীর্তি আর অনিয়মে জরজরিত বরিশাল উজিরপুর সাব রেজিষ্ট্রি অফিস । সরকারী রাজস্ব ফাঁকিদিয়ে বছরের কোটি কোটি টাকা ঘুষ হাতিয়ে নিচ্ছে সাব রেজিষ্টার হাফিজুর রহমান অভিযোগ উঠেছে , ভিটা বাড়ী জমিকে নাল জমি দেখিয়ে মোটা অংকের ঘুষের মাধ্যমে দলিল রেজিষ্টি করে দেওয়া । সরকার হারাচ্ছে রাজস্ব লাভবান হচ্ছে দূনীর্তি বাজ অসাধুরা। টাকার পাহাড় গড়ছে ঢাকা বরিশালসহ নামে বেনামে একাধীক সম্পতির মালিক দূনীর্তি বাজ হাফিজুর রহমান । যার কোন হিসাব এখন পযন্ত দুদকও সন্ধান পাননি বলে এলাকাবাসী জানায়। সাব-রেজিষ্টার হাফিজুর রহমান চলতি বছরের ফেব্রুয়ারী মাসে জোগদান করে । সে এঅফিসে জোগদানের পর থেকে নানা অনিয়ম ঘুষ দূর্নীতি গ্রাহক হয়রানী ভূরি ভূরি অভিযোগ থাকলেও উপর মহলের তদবিরে তা ভেস্তে যায় । সূত্র জানায় , প্রয় ডর্জন খানে ঘুষের সলংকের মালা গলায় নিয়ে কর্মরত রয়েছে । আর এ কাজে সহায়তা করারর জন্য স্থানীয় দালাল সেন্ট্রিগেটের প্রধান হোতা জহিরকে মোকাবেলা করার সর্বদা প্রস্তুত রাখে দূনীর্তি বাজ হাফিজুর রহমান । উপর মহল থেকে সর্বদা ঘুষের টাকা ভাগ বাটোয়ারা করে খায় বলে সূত্রেরদাবী । ভয়ে কেউ মুখ খুলতে রাজি নয় । দালাল জহিরের অত্তাচারে অতিষ্ট সাধারন জনগন । খোজঁ নিয়ে জানাগেছে, কে এই জহির উজিরপুর এলাকায় ত্রাস সৃষ্টি করে আতংকৃত একটি নাম জহির । হাফিজুর রহমানকে ঘুষ দিতেই হবে তানা হলে দলিল রেজিষ্টি হবেনা । অনুসন্ধানী রিপোট করতে সরেজমিনে বৃহস্পতিবার (২৭ অক্টবর) দুপুরে কিছু সময় অবস্থান নেয় প্রতিবেদক । প্রতিবেদককে দেখে চমকে উর্ঠে সাব রেজিষ্টার হাফিজুর রহমান । মোবাইল ফোনে খবরদেয় দালাল জহিরকে । জহির ছুটেএসে প্রতিবেদককে হুমকি থামকি দিয়ে বলে ভাই এখনে সাংবাদিকদের কোন কাজ নেই এখান থেকে চলে যান । র‌্যাব , পুলিশ আর সাংবাদিক আমাদের পকেটে থাকে । যদি প্রানে বাচঁতে চাও এখান থেকে তারাতারি ভাগেন তানা হলে মেরে লাশ গুম করে নদিতে ফেলে দিব । ঘুষ,দূর্নিতী গ্রাহক হয়রানী ও দালাল চক্রের বিষয়ে সাব-রেজিষ্টার হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে চাননি । তবে এব্যাপারে বরিশাল অতিরুক্ত (সার্বিক)জেলা প্রশাসক আবুল কালাম আজাদ এর সাথে আলাপ করলে তিনি বলেন , সুনিদিষ্ট কোন অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.