আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

জেলা পরিষদের প্রশাসক পদে মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ভূলু

এম.এস.আই লিমনঃ বরিশাল জেলা পরিষদের নতুন জেলা প্রশাসক হিসেবে মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন ভুলুকে মনোনিত করেছে মন্ত্রী পরিষদ।সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা পরিষেদের প্রধান নির্বাহী গোলাম মোস্তফা জানান, দুপুরে মন্ত্রীসভার বৈঠকে আলতাফ হোসেন ভুলুকে জেলা পরিষদের প্রশাসক মনোনিত করা হয়। তবে এখন পর্যন্ত কোন ডকুমেন্ট তার কাছে এসে পৌছায়নি।জানা গেছে, মুক্তিযোদ্ধা ও শিক্ষক আলতাফ হোসেন ভুলু বাকেরগঞ্জের গোমা কৃষ্ণকাঠীতে ১লা সেপ্টেম্বর ১৯৫১ সালে জন্মগ্রহণ করেন।আলতাফ হোসেন ভুলু ১৯৬২ সালে ছাত্রলীগে যোগদান করেন এবং একে স্কুলের ছাত্রলীগের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সনে হামিদুর রহমান শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও একে স্কুল শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সনে জাতির জনখ বঙ্গবন্ধুর ৬দফা আন্দোলনে বরিশালে অংশগ্রহন। ১৯৬৭ সালে বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বিএম কলেজ ছাত্র সংসদের সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৬৮ সনে বিএম কলেজ ছাত্র কর্ম পরিষদের জিএস এবং ১৯৬৯ সালে ভিপি নির্বাচিত ও পুনরায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে বিএম কলেজের পুন নির্বাচিত ভিপি, ১৯৭৪ এ বরিশাল জেলা যুবলীগের সহকারী সাধারণ সম্পাদক, ১৯৭৯ সালে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, ১৯৮০ সালে জেলা যুবলীগের সভাপতি, ১৯৮১ সালে বাকেরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বরিশাল জেলা শাখার প্রচার সম্পাদক, ১৯৮২ সালে বাকেরগঞ্জ আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।এছাড়া তিনি বর্তমানে বরিশাল জেলা আওয়ামীলীগের সদস্য এবং কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.