আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

ঢাকা বরিশাল রুটে যুক্ত হলো পারাবত-১২

বরিশাল অফিস : ঢাকা-বরিশাল নৌ রুটে যুক্ত হলো দেশের অন্যতম বৃহৎ যাত্রীবাহী বিলাসবহুল লঞ্চ পারাবত-১২। বুধবার দুপুরে ঢাকা সদরঘাটে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এ লঞ্চের উদ্বোধন করেন। মেসার্স রাবেয়া শিপিং কোম্পানির বিলাসবহুল এই লঞ্চটির দৈর্ঘ্য ৩১০ ফুট ও প্রস্থ ৫২ ফুট। লঞ্চে ব্যবহার করা হয়েছে জাপানের তৈরি ৫ হাজার অশ্বশক্তির মেরিন প্রোপালশন ইঞ্জিন এবং ছয়টি স্ট্যান্ডবাই জেনারেটর। চারতলাবিশিষ্ট এই লঞ্চে থাকছে যাত্রীদের জন্য শীতাতপনিয়ন্ত্রিত কেবিন। ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস, ফাস্ট ফুড ক্যাফে, মেডিসিন কর্নার। তবে বিজনেস ক্লাসে পাঁচ তারকা হোটেল মানের সার্ভিস। এ ছাড়া প্রতিটি কেবিনে থাকছে বিনোদনের জন্য এলইডি টিভি। নৌযানটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবিলা ও নিরাপত্তার জন্য রয়েছে একাধিক স্তরের তলদেশ, রাডার, জিপিএস, ইকো সাউন্ডার, যোগাযোগের জন্য ভিএইচএফ রেডিও, অন স্ক্রিন নেভিগেশন ক্যামেরা, ওয়াটার ব্লাস্ট, সিসি টিভি ক্যামেরা। লঞ্চটিতে ২৮২টি কেবিন রয়েছে। এর মধ্যে ভিআইপি কেবিন সাতটি, ফ্যামিলি কেবিন দুটি, ডাবল কেবিন ৬৬টি, সিঙ্গেল কেবিন ১০৫টি। লঞ্চটির মালিক শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, যাত্রীদের জন্য যা যা প্রয়োজন, তা এ লঞ্চে রয়েছে। লঞ্চটি তৈরিতে ব্যয় হয়েছে ২৫ কোটি টাকার বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.