আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

‘দিল্লী টু ঢাকা’আট লাখ ছাড়িয়েছে নাজুর

শিল্পী নাজু আখন্দ এবারের ঈদে শ্রোতাদের ভিন্ন আঙ্গিকের একটি ভিডিও গান উপহার দিয়েছেন। ‘দিল্লী টু ঢাকা’ শিরোনামের নতুন এ গানটি লিখেছেন শাহান কাবন্ধ। মীর মাসুমের সুরে গানটির কম্পোজিশন করেন ডিজে রাহাত। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শুভব্রত সরকার।
আট লাখ ছাড়িয়েছে নাজুর ‘দিল্লী টু ঢাকা’

ঈদের আগের দিনে ইউটিউবে গানটি প্রকাশের পর আট লাখেরও বেশি দর্শক নাজুর গাওয়া এ গানটি ইউটিউবে দেখেছেন।
এ প্রসঙ্গে নাজু বলেন, ‘গানটি এরইমধ্যে অনেকের ভালো লেগেছে। এক মাসে সাড়ে আট লাখের বেশি দর্শক দেখেছে। এক বছর এ গানের জন্য পরিশ্রম করেছি। এজন্য এ গানের সঙ্গে থাকা মীর মাসুম, ডিজে রাহাত, শুভব্রত সকলকে ধন্যবাদ। সামনে নতুন আরেকটি গান শ্রোতাদের উপহার দেব।’

তিনি বলেন, ‘কবির বকুলের লেখা শওকত আলী ইমনের সুর ও সংগীতে নতুন একটি গান করতে যাচ্ছি। গানটা অনেক মেলোডি ধাঁচের। শিগগিরই এটি শ্রোতারা শুনতে পাবেন।’

নাজু ১৯৯৩ সাল থেকে বাংলাদেশ বেতারে শিশু শিল্পী হিসেবে গান করেন নাজু আখন্দ। এছাড়া ২০০১ সালে বাংলাদেশ টেলিভিশনের শিল্পী হিসেবেও তালিকাভুক্তি হয় তার। নিজের একক অ্যালবামের পাশাপাশি তিনি প্লেব্যাকে বেশ জনপ্রিয়।
এ পর্যন্ত ১২১টি গানের প্ল্যেবাক করেছেন। আহমেদ ইমতিয়াজ বুলবুল, আলম খান, এফ এ সুমন, জাহিদ বাশার পঙ্কজসহ অনেকের সঙ্গে কাজ করেছেন নাজু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.