আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

নগরীতে যক্ষারোগ নিয়ন্ত্রনে সুশীল সমাজের ভমিকা শির্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার : যক্ষারোগ নিয়ন্ত্রনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সুশীল সমাজের ভমিকা শির্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত । গতকাল সকাল ১০ টায় নগরীর সিএমবি রোড তাওয়া রেস্টুরেন্টের হল রুমে এর আয়োজন করা হয় । এতে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাবের ) বরিশাল কমিটির সভাপতি এ্যাড.একেএম শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো : মাহবুবুর রহমান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , সহকারী – সিভিল সার্জন ডা: শ্যামল কৃষœ মন্ডল , ঢাকা থেকে আগাত নাটাবের প্রজেক্ট ম্যানেজার মো: জিয়াউর রহমান । এ সময় বক্তরা বলেন , যক্ষরোগ এখন আর মরন ব্যাধি নয় । নিয়মিত ও পরিমান মত ঔষধ সেবন করলে যক্ষারোগ ভাল হয় । অনুষ্ঠানটি পরিচালনা করেন নাটাবের ফিল্ডরেভেলেজার মো : নাজিম উদ্দিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.