আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

নগরীর ১৮নং ওয়ার্ডের দালাল মাহামুদুল্লার বিরুদ্ধে প্রতিবেশির জমি দখলের অভিযোগ ।

বরিশাল অফিস : বরিশাল নগরীর ১৮নং ওয়ার্ডের মল্লিক রোডস্থ মাহামুদুল্লাহ এর বিরুদ্ধে প্রতিবেশির জমি দখল ও বিভিন্ন ভাবে হয়রানীর অভিযোগ উঠেছে । অভিযোগের সূত্র অনুযায়ী এবং মল্লিক রোডের সমবায় ব্যাংকের ফিছনে অবস্থিত ভুক্তভূগী মন্নু বেগম বলেন , দীর্ঘ দিন যাবৎ মাহামুদুল্লাহ এর নেতৃত্বে মজিদ মিয়া , নান্টু ও সেবা হোমিও হলের ভূয়া ডাক্তার ইউনুস তাদের জমির মধ্যে দেয়াল করার চেষ্টা চালাচ্ছে যাহার ফলে আমাদের হাটা চলার কষ্ট হয় । তিনি ইতিমধ্যে আমাদের কয়েক শতাংশ জমি জবর দখলে নিয়েছে । রাস্তার সামনে ও বেড়া দেওয়া হচ্ছে । যা আমাদের রাস্তায় উঠতে বাধা সৃষ্টি হচ্ছে । তিনি আরো বলেন , বৃহস্পিতিবার ( ৬ অক্টবর ) মাহামুদুল্রাহ তার দলবল নিয়ে মন্নু বেগমের কাছে ২ লাখ টাকা চাদা দাবী করে । পরে দাবীকৃত চাদার টাকা না পেয়ে হুমকি ধামকি দেয় । এঘটনায় মন্নু বেগমের ছেলে নোমান বাদী হয়ে বরিশাল জেলা জজ আদালতে ৪ জনার নামে অভিযোগ এনে মামলা করেন । অভিযুক্তরা হল মাহামুদুল্লাহ . মারজান . জজিদ খান । অভিযোগের সূত্র ধরে জানাযায় , মাহামুদুল্লাহ সাধারন মানুষের জমি দখল করতে সব সময় মড়িয়া হয়ে উঠেছে । তার সাথে সহোযগিতা করেন ইউনুস ও মজিদ মিয়া । অভিযোগ উঠেছে মাহামুদুল্লাহ বিভিন্ন সময় টাকার বিনিময়ে ভূয়া জমির জাল দলিল তৈরী করে দেয় । যার ফলে একদিকে যেমন সঠিত ভাবে জমি ক্রয় কারী তার নিজের জমি রক্ষা করতে পারেনা । অন্যদিকে ছলচাতরি ও ২ নম্বর জাল দলিল করে টাকার পাহাড় বানাচ্ছেন মাহামুদুল্লাহ ও তার সংঙ্গপাঙ্গরা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর পরিপেক্ষিতে জানাযায় , মাহামুদুল্লাহ তার এলাকায় বিভিন্ন লোকজনের কাছে চাঁদা দাবী করে । কারনে বা অকারনে সব সময় চলে তার অত্যাচার । যার ফলে ঐ এলাকার সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করে । এসকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাহামুদুল্লাহ বলেন , আমাদের বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেছে তা মিথ্যা । সাধারন মানুষ ও ভুক্তভূগীরা অতিদ্রুত এই দালাল মাহামুদুল্লাহ এর ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন । (চলবে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.