আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে বরিশালের সাংবাদিক রাহাত খান’র বিরুদ্ধে মেয়র পুত্রের মামলা

বাংলাদেশ প্রতিদিনের বরিশালের নিজস্ব প্রতিবেদক রাহাত খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সিটি মেয়র আহসান হাবিব কামালের একমাত্র ছেলে কামরুল আহসান রূপন। গত ২৬ জানুয়ারী বাংলাদেশ প্রতিদিনের পেছনের পাতায় ‘বরিশাল সিটি চলে কার ইশারায়’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদে ক্ষুব্ধ হয়ে গতকাল রবিবার দন্ডবিধির ৫০০, ৫০১ এবং ৫০২ ধারায় চিফ মেট্রোপলিটন আদালতে এই মামলা (নং ৯৮/২০১৭ইং) দায়ের করেন তিনি। আদালতের ভারপ্রাপ্ত বিচারক অমিত কুমার দে আগামী ১২ মার্চ এই মামলার পরবর্তী তারিখ ধার্য্য করেন এবং আসামীর বিরুদ্ধে সমন জারীর আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, বাদী রূপন সিটি করপোরেশনের মেয়র পুত্র এবং একজন শিক্ষিত সন্মানীত লোক। আসামী দির্ঘদিন ধরে তার কাছে বাড়ি নির্মান বাবদ টাকা দাবী করে আসছিলো। বাদী অনৈতিক অর্থ প্রদান না করায় আসামী তার উপর ক্ষুব্ধ হয়। এ কারনে ২৬ জানুয়ারী বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় মিথ্যা ও কুৎসামূলক সংবাদ প্রকাশ করে। সংবাদে সিটি করপোরেশনের টেন্ডার ভাগাভাগি, পছন্দের ঠিকাদারদের বিল ছাড়, করপোরেশনের অভ্যন্তরীন বদলী-পদোন্নতি সহ সব কিছুতে হস্তক্ষেপ করে। এ কারনে বাদী ‘ছায়া মেয়র’ হিসেবে পরিচিতি লাভ করেছে। উক্ত সংবাদ পাঠ করে ওইদিন দুপুরে বাদীর উচ্চ রক্তচাপ বেড়ে যায় এবং জীবন সংশয় দেখা দেয়। বাদীর মান সন্মান এবং সামাজিক রাজনৈতিক মর্যদা ক্ষুন্ন হয়। এই অপরাধের উপযুক্ত বিচার ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইনে নেই বিধায় বাদী নিরুপায় হয়ে আদালতে নালিশী মামলা দায়ের করেন বলে আবেদনে উল্লেখ করা হয়। মামলার অভিযোগ আমলে নিয়ে প্রার্থীত ধারায় আসামীর বিরদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী সহ সু-বিচার প্রার্থীনা করা হয় আদালতে। বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এসএম ইকবাল বলেন, প্রকাশিত সংবাদে ক্ষুব্ধ হয়ে মেয়র পুত্র রূপন সংশ্লিস্ট প্রতিবেদকের বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করেছেন। এটা আইনীভাবেই মোকাবেলা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.