আজ : ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
Breaking News

ববির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বরিশাল অফিস : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।সোমবার (২১ নভেম্বর) দুপুর ২টায় ববির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। চলতি শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটে পাশের হার ১৩ দশমিক ৬ শতাংশ, ‘খ’ ইউনিটে ২৫ দশমিক ৫ শতাংশ এবং ‘গ’ ইউনিটে ২৯ দশমিক ৯ শতাংশ। এছাড়া আগামী ১৩ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। প্রথমবর্ষের ক্লাস শুরু হবে ২০১৭ সালের ১৫ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর পঞ্চম তলায় অবস্থিত বিডিরেন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক অনলাইনে ফলাফল কার্যক্রমের উদ্বোধন করেন। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক অনলাইনে যৌথভাবে ফলাফল প্রকাশে অংশ নেন। এ সময় উপাচার্যদ্বয় যৌথভাবে ভর্তি পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করায় একে অপরকে ধন্যবাদ জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ববির ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, ফলাফল প্রস্তুতকরণ ও তথ্যপ্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন ফয়সাল, প্রক্টর মো. শফিউল আলম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভীর কায়সার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ফজলুল হক, বিভিন্ন বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Comment moderation is enabled. Your comment may take some time to appear.